আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ পড়ার আগে একটা অ্যালার্ট প্রয়োজন



পোস্ট লেখক ফকির ইলিয়াস অথবা এস.এম.রায়হান না হলে আমি কখনোই কার লেখা পোস্ট সেটা চিন্তা করে তারপর পোস্ট পড়িনা৷ (এদেরটা সরাসরি বাদ, নতুন কিছুই পাওয়া যাবে না এদের ব্লগে।) কিন্তু এখন মনে হচ্ছে এই লিস্ট আরো লম্বা করতে হবে কিছু মানুষের জন্যে৷ কাউকে দোষ দিচ্ছি না, তবে তাদের পোস্টের কিংবা ব্লগের টাইপটাই এমন৷ তাদের টাইপ বলতে গেলে নিচের পয়েন্টগুলি আসবে: ১) প্রিয় পোস্ট কয়েকশ: এসব ব্লগারের পোস্টে গেলে আমার ব্রাউজার কান্নাকাটি শুরু করে দেয়৷ কারণ তার প্রিয় পোস্ট এতই বড় পেজ লোড করতে খবর হয়ে যায়৷ তারউপর ঝামেলা হল পেজ লোড হলেও কন্টেন্টের অংশ নীল ব্যাকগ্রাউন্ডে এসে থাকে (অনেক নিচে গেলে নরমাল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় তবে তার ৩০০ বছর আগেই ব্লগ কন্টেন্ট শেষ)৷ সেইসব ব্লগাররা কি নিজেদের ব্লগ কোনদিন ওপেন করেন ??? করলে কিভাবে করেন ?? ২) অ্যানিমেটেড ছবি দিয়ে ভর্তি: আজকে কার জানি ব্লগে গেলাম৷ ও মা গো..... এতগুলা অ্যানিমেটেড ছবি যে পেজ লোড হতে দিয়ে মনে হয় চাঁদ থেকে ঘুরে আসা যাবে৷ সেই ছবিগুলি কেউ যেই ব্লগেই দেয়া হবে সেটাই স্লো হয়ে যাবে ৩) মাইক্রোব্লগিং: "আজকে মন খারাপ" এটার নিচে কয়েকটা ডট৷ ভাবলাম পোস্ট মনে হয় এরনিচে, ওপেন করে দেখি নিচে আর কিছু নাই৷ মাইক্রোব্লগিংয়ের জন্যে সামহোয়ার. . . .মন্দ না ৪) ডয়েচ ভেল অথবা রেডিও তেহরানের অথবা অনলাইন নিউজ সাইটের নিউজ: সরাসরি কপি করে পেস্ট করা পোস্ট৷ ঠিক আছে, এক দু'দিন না হয় মানলাম, কিন্তু পোস্টদাতার আগের সব পোস্টগুলি দেখে পুরো টাশকি৷ সারাজীবনই একি টাইপের পোস্ট৷ ডয়েচ ভেলের পোস্ট কপি করে দেয়ার রেট কম, কিন্তু মাশআআল্লাহ রেডিও তেহরান তো মনে হয় আগে এই ব্লগে নিউজ রিলিজ দেয় তারপর নিজেদের সাইটে পাবলিশ করে। ৫) সাইয়া পোস্ট: এ ধরনের পোস্টের উদাহরণ হল অপি আক্তারের পোস্ট৷ সাম্প্রতিক মন্তব্য লিস্টে কোন পোস্টের টাইটেল দেখে পড়তে গেলে টাশকি৷ কমেন্টের পর কমেন্ট, আমার ব্রাউজারের অবস্থা শেষ পেজ লোড করার জন্যে৷ সাইয়া নিকটা যার তারও কোন লজ্জা শরম নাই, মেয়ে সেজে সমানে উত্তর দিয়ে যাচ্ছে ********* এইসব পেজে একটা অ্যালার্ট দেয়া হোক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.