আমাদের কথা খুঁজে নিন

   

আর ভাল্লাগেনা, এখন থেকে অভদ্র আমি

..........

বহুতদিন বলগাইলাম সুশীল হইয়া। আর ভাল্লাগেনা। এখন থেকে অভদ্র আমি। এহন থিকা আজাইরা পোষ্ট দিমু। যত রকম শয়তানী, ফাতরামী আছে সবই করমু।

মাঝে একবার ধরা খাইছিলাম। ধরা খাইয়া আমার দ্রুতি কইমা গেছে, আগের মতন বান্দরামী করতাম ফারি না। মনে বড় দুষ্ক রে, মনে বড় দুষ্ক। এই নিকেও কতদিন ধরা না খাইয়া থাকি ঠিক নাই। একটা স্থায়ী ছদ্মনাম নেওয়ার চেষ্টায় আছি।

মাগার কি নাম নিমু বুইঝা উঠতে পারি না। প্রথম যহন বলগে আইলাম, রেজিঃ করার সময় ভাবলাম কি নাম নেওয়া নেওয়া যায়। ভাবতেই থাকলাম, ভাবতেই থাকলাম...... মাগার নাম এর ঠিক করবার পারি না। একবার নাম নিতে চাইলাম ত্রিশূল, শিবের অস্ত্র। মাগার পরক্ষণেই এই নাম নেওনের ইচ্ছা চইলা গেললা এক বিশেষ কারনে।

কারণটা হইল অনেকটা এইরকম, মফিজ, আবুল, মদন ইত্যাদি নামগুলান ভালা হইলেও আমাগোর সামাজিক ব্যাবহারে নামগুলানের কি অবস্তঘা একবার দেখেন! তাই বাদদিলাম। পরে ভাবলাম নিজের নামই নেই। "রাজ" লেইখা মারলাম টিবি, মাগার কেডা জানি আমার আগেই এইডা দখল কইরা বইয়া আছে। চাইলে আগে পিছে কোন সংখ্য বসাইয়া নিতে পারতাম মাগার নাম, মেইল আই ডি এইসবের সাথে সংখ্যা মিশাইতে আমার ভালা লাগে না। হারামী৪২০@বদমাইশ,কম এর সবই ঠিক আছে কিন্তু ৪২০ সংখ্যাটা কেমন জানি লাগে।

তারপরে ভাবলাম কি নাম নেওয়া যায়, কি নাম নেওয়া যায়, ভাবতেই থাকলাম মাগার নাম আর মাথায় আসে না। পরে কি এক বেক্কলামী বুদ্ধিতে মেজাজ খারাপ কইরা নিজের পুরা নাম ঢুকাইয়া দিলাম। ভাবলাম পরে বদলাইয়া নিমুনে। কিন্তু নাম বদলানি দেহি সোজা না। উপর মহলে মেইল পাঠাইয়া নাম বদলাইতে হয়।

তাই আর নাম বদলাইলাম না। এইভাবেই চালাইয়া যাইতে থাকলাম। এরপরেও কতগুলান নিক খুলছি, সবকয়ডাতেই অল্প অল্প লেখা আছে, মাগার কোনডাতেই আর স্থির হইয়া বইতে পারলাম না। ভাল্লাগেনা। অবশ্য ছদ্মনামে কাউরে গাইলাইনাই, ছদ্মনামে গাইলাইতে ভাল্লাগেনা, গাইলাইলে সরাসরিই গাইলামু।

আমি আসলে খুব খারাপ মানুষ, বালছাল স্তরের পোলাপান। এইতো একটা খারাপ শব্দ ব্যাবহার কইরা ফালাইলাম। পারলে মাফ কইরা দিয়েন। ভাল একটা নাম চিন্তা করতাছি। ঐ নামে রেজিঃ কইরা স্থায়ীভাবে থাকুম।

মাথায় আপাতত যে নামগুলি আইতাছে তা হইল পাটিগণিত, ঐকিক নিয়ম, গুণ-ভাগ, সরল সমীকরণ, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন, অপনয়ন, চক্রবৃদ্ধি, মূলদ ও অমূলদ। একটা নিক দেখছিলাম অনেকদিন আগে। নিকটা আছিল "স্পর্শক"। হেভভী লাগছিল, মাথায় যে কিল্লাইগা আগেই শব্দডা আহে নাই বুঝলাম না। এহন বাকী আছে পরিধি, বেদব্যাস, ব্যাসার্ধচন্দ্র, জ্যা আর ২২/৭।

একটারেও পছন্দ হয় না। বাকী জ্যামিতিক চিত্রাবলির কথা বাদ দেওয়াই ভাল। কারণ......... দয়া করিয়া বান মারিবেন্না। আজাইরা পোষ্ট, ভবিষ্যতেও এইরকম আজাইরা পোষ্ট দেওয়ার ইচ্ছা রাখি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।