আমাদের কথা খুঁজে নিন

   

নারীদিবসে যাদের আমি শ্রদ্ধা জানাতে চাই.....

কিছুই বলার নাই...

আজ বিশ্ব নারী দিবস। আমি নিজে অবশ্য কোন ১টা দিন আলাদাভাবে পালনে বিশ্বাসী না কিন্তু তারপরেও এ লেখাটা শুধু একটা চেস্টা মাত্র তাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর যে সকল নারীদের প্রতি আমার ঋন কখনও শোধ হবে না.. প্রথমেই হচ্ছে আমার জন্মদাত্রী মা.. আমার বাবার বিদেশে থাকার কারণে আমি বলতে গেলে মার কাছেই মানুষ.. আমি বর্তমানে যে অবস্হানে সেখানে আসার পেছনে আমার মায়ের অবদান মোটামুটি পুরোটাই। আমি বলব না যে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা কারণ উনার হয়ত অনেক দোষ ত্রুটি আছে। কিন্তু আমাদের প্রতি তার ভালোবাসার কোন তুলনা আমি করতে পারবোনা। আমার মা আমাদের লেখাপড়ার জন্য যে কষ্ট করেছে তার বর্ণনা দিতে গেলে এ লেখা শেষ হবে না।

তার ১টি নমুনা দেই: আমার লেখাপড়ার ক্ষতি হবে বলে আমাকে কখনো মা বাজারে যেতে দিত না যাতে আমি সে সময় পড়তে পারি। ছোটবেলায় আমার পড়ার হাতেখড়ি (ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত) একজন নারীর হাতেই- ঝর্না আপা। উনার কাছেই আমার শিক্ষাজীবন শুরু। উনি আমাকে যেমন আদর করতেন তেমনি দরকার হলে কড়া শাসনও করতেন। আমি উনার বাসায় গিয়ে পড়তাম সে সুবাদে উনার পরিবারে সবাই আমাকে স্নেহ করত।

আমি ছিলাম উনার প্রথম ছাত্র এ জন্যও আমি ছিলাম স্পেশাল। উনার পরেও আমি অনেকের কাছে পড়েছি কিন্তু কাউকেই আমার উনার মত মনে হয়নি। স্কুলে যে কয়জন শিক্ষক শিক্ষিকাকে আমি পছন্দ করতাম কিংবা আমাকে পছন্দ করতেন তাদের মধ্যে ফাতেমা আপা সর্বাগ্রে। উনি আমাকে খুবই স্নেহ করতেন। আমার জুনিয়র বৃত্তি পরিক্ষার সময় উনি বিনে পয়সায় আমাকে কোচিং করিয়েছিলেন যদিও তারপরেও আমি বৃত্তি পাইনি ।

আরো কিছু ম্যাডাম ছিলেন যাদের আমি পছন্দ করতাম কিন্তু তাদের নাম এখন মনে নাই। বুয়েটে পড়াকালীন একজন ম্যাডামকেই আমার পছন্দ ছিলো- নভেরা ম্যাডাম যদিও উনার ক্লাস প্রচন্ড বোরিং কিন্তু উনার ব্যাবহার ছাত্রছাত্রীদের প্রতি অসাধারণ যেটা বুয়েটে সাধারনতো দেখা যায় না। বাইরে আসার পড়েও উনার সাথে আমার যোগাযোগ আছে। শেষ করছি বুয়েট লাইফে আমার বেস্ট ফ্রেন্ড এর কথা বলে যে এখনও আমার সবচেয়ে ভাল বন্ধু এবং আমার বেটার হাল্ফ.. যদিও আমার ইচ্ছা ছিল পাশ করে দেশের বাইরে আসা কিন্তু আমার অলসতা হয়তো আমাকে দেরী করিয়ে দিতো কিন্তু ওর উৎসাহ আর তাগিদে আজ আমি এখানে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।