আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ী যাওয়া হবে না লঞ্চ ধর্মঘট

ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

শ্রমিককে বরখাস্তের প্রতিবাদে বরিশাল লঞ্চ লেবার এসোসিয়েশন রোববার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু করেছে। এ কারণে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, গত ২৪ ফেব্র"য়ারি চন্দ্রদ্বীপ লঞ্চের মালিক মো. পান্নার সঙ্গে কথা কাটাকাটির জেরে বরখাস্ত করা হয় লঞ্চের মাস্টার নজরুল ইসলাম, টিকেট মাস্টার মো. সাদেক ও জাকির হোসেন। মালিকের কাছে ক্ষমা চাওয়ার পর সাদেক ও জাকিরকে পুনর্বহাল করা হয়। কিন্তু মাস্টার নজরুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়নি।

লেবার এসোসিয়েশনের সহ-সভাপতি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে কয়েকবার মালিকপক্ষের সঙ্গে বসলেও ইতিবাচক কোন সিদ্ধান্ত হয়নি। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান। লেবার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক একিন আলী বলেন, নজরুলের পক্ষ নিয়ে লঞ্চের অন্য শ্রমিক-কর্মচারীরা ক্ষমা চাইলেও মালিক তার সিদ্ধান্তে অনড়। এ ব্যাপারে লঞ্চ মালিক পান্নার বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরিশাল নৌ বন্দরের সহকারী বন্দর কর্মকর্তা আবু সালেহ কাইয়ুম বলেন, দুই পক্ষকে নিয়ে আলোচনা চলছে।

খুব শিগগিরই ধর্মঘট প্রত্যাহার করার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।