আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ী নাই বাড়ী নাই



এ মুঠোফোন বাজলে বাজুক সময় হয়েছে যাই পরিচিত হলে তাকে দিও বলে বাড়ী নাই বাড়ী নাই রাত করে ফেরা ছেলেটা এখন ঘরেতে ফেরেনা রাতে হাতে হাত রাখা শপথ ভুলেছে, হাতও সে রাখেনা হাতে। এ শহর জুড়ে মুখগুলো ঘুরে ফিরে আসে শুধু সে নেই থামার কথা না তবু সে থেমেছে, চলে গেছে সব মেনেই স্বপ্ন ও প্রেম পুড়িয়ে পুড়িয়ে উড়িয়ে গিয়েছি ছাই আমাকেই কেন খুঁজে যাও আমি বাড়ী নাই বাড়ী নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।