আমাদের কথা খুঁজে নিন

   

শুধু তোমারই জন্য



আমার মনের মানসী তুমি, লিখব না তোমায় উপমায়, শুধু বলব মোনালিসা নও তুমি, নও হেলেন অব ট্রয়। আমার স্বপ্ন গাও এ দেখেছি তোমায়, শিশির ভেজা সকালে, দেখেছি তোমার পদচিহ্ন, মাড়িয়ে যাওয়া ঘাসেতে। তোমার নয়নে একেঁছে সূর্য রামধনুকের বাহার, হারিয়েছে সে রঙ কখন, যাযাবর মন আমার। মনের ক্যানভাসে একেঁছি তোমায়, স্বপ্ন হয়েছে রঙীণ, দূর হয়েছে অবসাদে সে দিনের, খুজেঁছি তোমায় যতদিন। কন্ঠে তোমার কোকিলের সুর, ডাক কুহুকুহু স্বরে, নীরবে মনবীণ আমার দিয়েছে সাড়া, হারিয়েছে সুর সাগরে।

হাসিতে তোমার যেন মুক্তা ঝরে, কেশে লজ্জিত ভ্রমরা, ভালোবাসার নদী আমার চলেছে ছুটে, মন দিয়েছে ধরা। আধো আলো ছায়াতে, গোধূলীর মায়াতে, যখন দেখেছি তোমাকে, তোমার মাঝে দেখেছি তখন কিওপেট্রা, বনলতাকে। যদিও পারিনি তোমার মনাকাশে, ডানা মেলে উড়তে, রেখেছি অব্যক্ত শুধু সুরের নদী, হৃদয় গহবরেতে। তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমার জীবন হোক ধন্য, এই কবিতা আমার 'শুধু তোমারই জন্য'। এটা আমার ব্লগে লেখা প্রথম কবিতা।

ভূলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.