আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে:: সর্বনাশ!!!!!



আজ সকালে পত্রিকা হাতে নিয়ে দেখি ইংল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এটুকু হলে কোন সমস্যা ছিল না। যদি না মূল টেস্ট ম্যাচ টা ঐ স্টেডিয়ামে না হত (আমি যত টুকু জানি)। আরও খারাপ খবর হল বাংলাদেশ দল প্রাকটিস করার জন্য ঢাকায় ফিরেছে। কথা হল যে মাঠে মূল টেস্ট ম্যাচ হবে সে মাঠে প্রস্তুতি ম্যাচ খেলানোর যৌক্তিকতা কতটুকু।

এটা কি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? এতে করে ইংল্যান্ড দল আগেই সেট হওয়ার সুযোগ পেয়ে গেল। নাকি এটাও আতিথেয়তা?!!!!!! ভাল হত যদি বাংলাদেশ দল প্রাকটিস করতো চিটাগং এ, আর ইংল্যান্ড ঢাকায়। যে শহরে টেস্ট ম্যাচ হবে সে শহরেই যদি প্রাকটিস ম্যাচ আয়োজন করতে হয় তবে বোর্ডের উচিত ছিল এম.এ.আজিজ স্টেডিয়াম এ তা করা। সময় নিয়েও সমস্যা আছে। ইংল্যান্ডের সাথে খেলতে হবে আমাদের সামারে মে অথবা জুনে।

এতে ওরা অভ্যস্ত নয়। ওদের সামারের তাপমাত্রা ২০-২৪ ডিগ্রী। এতে আমরা বাড়তি সুবিধা পেতাম। প্রাকটিস ম্যাচের উইকেট হতে হবে ঘাসে ঢাকা, ফাস্ট এবং বাউন্সি। কিন্তু টেস্টের উইকেট হবে ন্যাড়া স্পিন সহায়ক।

সেখানে লেলিয়ে দিতে হবে আমাদের স্পিনারদের তাহলে জিতার ভাল সম্ভাবনা তৈরী হবে। বো্র্ডের লোকজন এসব কবে বুঝবে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.