আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ডের টার্গেট ১৯৭ রান

ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।  জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ১৯৭ রান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে চমৎকার সূচনা এনে দেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক। এ দুজন ১০.৫ ওভারে ৯০ রান যোগের পর বিচ্ছিন্ন হন। আমলা মাত্র ৩৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে ইংলিশ অধিনায়কের শিকার হন। ডি কক করেন ৩৩ বলে ২৯ রান। শেষ পর্যায়ে ডেভিড মিলার ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন। 

বোলারদের দুঃস্বপ্নে দিনে ইংল্যান্ডের পক্ষে টিম ব্রেসনান, ক্রিস জর্ডান, জেমস ট্রেডওয়েল ও স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ২০ ওভার ১৯৬/৫ (ডিভিলিয়ার্স অপরাজিত ৬৯, আমলা ৫৬, ডি কক ২৯, মিলার ১৯, ট্রেডওয়েল ১/২৫, ব্রেসনান ১/২৮, জর্ডান ১/৩০, ব্রড ১/৩৩)

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স(অধিনায়ক), জেপি ডুমিনি, ফারহান বেহারদিন, ডেভিড মিলার, অ্যালবি মরকেল, ডেল স্টেইন, বিউরান হেনড্রিকস, ইমরান তাহির, ওয়েইন পারনেল

ইংল্যান্ড একাদশ: মাইকেল লাম্ব, অ্যালেক্স হেলস, মইন আলি, এউইন মরগান, জোস বাটলার(উইকেটরক্ষক), রাভি বোপারা, টিম ব্রেসনান, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড(অধিনায়ক), জেমস ট্রেডওয়েল, জেড ডার্নব্যাচ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.