আমাদের কথা খুঁজে নিন

   

কসাইয়ের টেবিলে

তারাঁদের ইসকুলে আমি এক লবন চাষীর ছেলে,ক্ষয়ে যাওয়া চাঁদ! সে আমার মা...

রহ মা ন মা সু দ কসাইয়ের টেবিলে ক্ষমা করো ঘাস, ক্ষমা করো ভালোবাসার রক্ত হয়ে ফোটা মুক্তদানা শিশির। ক্ষমা করো লেকের জলে জমা হওয়া সভ্যতার সাতকাহন, আলো-আঁধারির নিশ্চল মায়াছবি! ছোট হয়ে যাচ্ছি! ছোট হয়ে গেছি নিজের ছায়ার কাছে_একাকী অপলক এই শীতের ক্যানভাসে জানি ক্ষমা নেই কোলবালিশ_অ্যাশস্ট্রের দগ্ধতায়! তাই, মুক্তি চাইছি হৃদয়ের জলাশয়ে জন্ম নেয়া জলচরের ক্ষুদ্র হৃদয় হতে। চাইছি মৃত্যু; ইতিহাসের নোনা ধরা দেয়াল থেকে। মুক্তি চাইছি দারুণ। নেমে আসো সুন্দর! নেমে আসো ধ্বংস। আমাকেও লুফে নাও তোমাদের আড্ডায়; সোমের রক্তাক্ত সুরায় আমাকেও দান করো আঁতুড়ঘরের শুভ্রতা। শান্তির কুয়াশা পানের আগে আসো বসা যাক কসাইয়ের টেবিলে। হিসেব মিলিয়ে নিই তাবৎ ধ্বংসের যে খেলায় মেতেছো তুমি; তা থেকে মুক্তির উপায়_ তারপর পৃথিবী মুক্তি পাক হাইতির স্তম্ভিত ধ্বংসের আড়াল থেকে ভেসে আসা চাপা পড়া কণ্ঠের কাতরতা আর বাঘাইছড়ির পোড়াপাহাড়ের ঘন কার্বনের বিষাক্ত ছোবল থেকে- (কবিতাটি আজ কালেরকন্ঠের শিলালিপিতে প্রকাশিত হয়েছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।