আমাদের কথা খুঁজে নিন

   

এল বি ডব্লিউ আউট আর আমাদের ক্রিকেটের রিজাল্ট।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

সাকিবের আউটটা খেলাটার শেষ আশাটাও শেষ করে দিয়েছে। আউট হলে দুঃখ লাগে, কিন্তু এমন আউট কি করে মানি?? তাও আমাদের আম্পায়ার। গত ম্যাচের পর এতো কথা বললো সাকিব আম্পায়ারিং নিয়ে।

তার পরো আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে ২ বার ভাবে না। বোলারের আবেদনেই ওদের আঙ্গুল উপরের দিকে উঠে যায়। চোখ কি দেখেছে সেটা বেমালুম ভুলে যায়। অবশ্য চোখ দিয়ে দেখে না কি দিয়ে দেখে কে জানে, হয়তো যেটা (যে টর্চ লাইট) দিয়ে দেখে সেটা প্যান্টে ঢাকা থাকে তাই দেখতে পারে না। মেজাজ চরম বিলা, ক্রিকিনফো তে গেলাম আবার hawkeye দেখলাম।

ছবিটা আপনাদের দিলাম। এই দুঃখ কোথায় রাখি? গত ম্যাচে বাজে আ্যাম্পায়ারিং আমাদের হারার কারণ। এ ম্যাচেও একি কারণ। এল বি ডব্লিউ আউট বাদ দিলে আমরা ওদের চেয়ে কি কোনো অংশে খারাপ খেলেছি? আমি বলবো এই সিরিজে ইংল্যান্ডের চেয়ে কোনো অংশে আমরা খারাপ খেলিনি। দেখুন এই বল পায়ে লাগার কারণে যদি এলবিডব্লিউ দেয়, তাহলে মাঠে নামার আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের পা ড্রেসিং রুমে রেখে আসা উচিত কিনা? ক্রিকেট খেলা দেখবো না ছেড়ে দিব ভাবছি।

নাকি আমরা খেলাই বুঝি না কে জানে। ক্রিকেটে এমন কোনো ফর্মুলা আছে নি, দুর্বল দলের বিরুদ্ধে যে কোনো ডিসিশন নেয়া যায় চোখ বন্ধ করে? অথবা দুর্বল দলের সাথে আ্যাম্পায়ারিং করার সময় রিলাক্স করা যায়, সব বলের উপর নজর না রেখে গ্যালারির সুন্দরী ললনা দের দেখে চোখ জুড়ানো যায়? মনির যদি বলের উপর তীক্ষ্ণ নজর থাকতো এই আউট টা দিতো বলে আপনাদের মনে হয়? বল ঠিকমত দেখেনি, আবেদন করেছে আউট দিয়ে দিছে, কিছু একটা না হলে তো আবেদন করেনি পিটারসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।