আমাদের কথা খুঁজে নিন

   

চেলসি-ম্যানইউ গোলশূন্য ড্র

ইপিএলে ২০০৬/০৭ মৌসুমের পর এই প্রথম এই দু’দলের ম্যাচ গোলশূন্য ড্র হল।
সোমবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইপিএলের প্রথম এই বড় ম্যাচে আশানুরূপ খেলতে পারেনি কোনো দলই। ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ তৈরি করে চেলসি। জার্মান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের ক্রস রিও ফার্দিনান্দ ঠিক ভাবে বিপদমুক্ত করতে না পারায় বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান অস্কার। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট ঠেকাতে কোনো সমস্যা হয়নি গোলরক্ষক ডাভিদ দে হিয়ার।


২৩ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি তৈরি করে ম্যান ইউ। সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের বুটে লেগে ডাচ স্ট্রাইকার পার্সির জোরালো শট লক্ষ্যভ্রষ্ট না হলে ওল্ড ট্র্যাফোর্ডে নতুন কোচ ডেভিড ময়েসের প্রথম লিগ ম্যাচে জয় পেতেই পারতো স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সুযোগ পেয়েছিলেন অস্কার। কিন্তু আবারো ব্যর্থ হন তিনি।
৫৬ মিনিটে আবার সুযোগ আসে স্বাগতিকদের সামনে।

ডি ব্রুইনের কাছ বল কেড়ে নিয়ে সুবিধাজনক জায়গায় থাকা রুনিকে দিয়েছিলেন ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরা। তার জোরালো শট ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক পেতর চেক।
ম্যান ইউর তারকা স্ট্রাইকার ওয়েইন রুনিকে দলে টানা নিয়ে মৌসুম শুরুর আগে থেকেই দুই কোচ ময়েস ও মরিনিয়োর মধ্যে কথার লড়াই চলছির। রুনিকে বিক্রির জন্য নয় ঘোষণা করা ময়েস চেলসির বিপক্ষে শুরু থেকেই মাঠে নামিয়েছিলেন তাকে।
মাঠে নেমে ব্যতিক্রমী অভিজ্ঞতাই হয়েছে রুনির।

ম্যান ইউ ভক্তদের হর্ষধ্বনি শোনাটা নতুন নয় তার কাছে। কিন্তু সোমবার তাদের সঙ্গে সমান তালে গলা ফাটিয়ে রুনির স্তুতি গেয়ে গেল প্রতিপক্ষ চেলসির ভক্তরা। তারা এখনও আশাবাদী যে আসছে সপ্তাহেই স্ট্যামফোর্ড ব্রিজে দেখা যাবে ইংল্যান্ড স্ট্রাইকারকে।
ড্রয়ের পরও তিন খেলায় ৭ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে চেলসি। ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে শিরোপাধারী ম্যান ইউ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।