আমাদের কথা খুঁজে নিন

   

বেনজেমার গোলে গ্রানাদাকে হারালো রিয়াল

রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের ‘মিশন’ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচ নম্বরে রয়েছে তারা। সমান খেলায় একই পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে লিগে শুরু করা গ্রানাদাকে প্রথম দশ মিনিট আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে রিয়াল। এ সময় দু’বার করিম বেনজেমা এবং একবার করে অ্যাঞ্জেল ডি মারিয়া ও ইসকোকে হতাশ করেন স্বাগতিক গোলরক্ষক রবের্তো।


দশম মিনিটে আর পারেননি তিনি। ইসকোর বাড়ানো বল ক্রিস্টিয়ানো রোনালদো ঠিকভাবে আয়ত্তে আনতে না পারায় বল চলে যায় বেনজেমার পায়ে। তার মাটি কামড়ানো শট ঝাপিয়ে পড়েও ঠেকাতে পারেননি রবের্তো।
১৬ মিনিট বল জালে ঢুকিয়েছিলেন মেসুত ওজিলও। কিন্তু চলতি বলে ফ্রিকিক নেয়ার গোল দেননি রেফারি।


তিন মিনিট পর ম্যাচে প্রথম সুযোগটি তৈরি করে গ্রানাদা। কর্নার থেকে এল আরবির জোরালো শট কোনোমতে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক দিয়েগো লোপেজ। ৩৪ মিনিটে গ্রানাডা এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রিয়াল একটি করে সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগেনি।
দ্বিতীয়ার্ধে গোলের বেশ কয়েকটি ভালো সুযোগ এসেছিল রিয়ালের সামনে। ৫৩ মিনিটে রোনালদো ও রামোসকে দুবার হতাশ করেন রবের্তো।

৬৩ মিনিটে ইসকোর জোরালো শট গোলবারে লেগে।
৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করার সহজতম সুযোগ এসেছিল বেনজামার সামনে। ইসকোর কাছ থেকে বক্সেই বল পেয়েছিলেন তিনি। তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় রিয়াল।
৭৮ মিনিটে আবার ব্যর্থ রোনালদো, এবার সরাসরি মারেন গোলরক্ষকের গায়ে।

৮৮ মিনিটে রোনালদোর ফ্রি কিক বক্সে বেনজামাকে খুঁজে পেলেও এ সুযোগ কাজে লাগাতে পারেননি ফরাসি স্ট্রাইকার।
অতিথিদের একের পর এক আক্রমণের মধ্যেও গোল শোধের সুযোগ এসেছিল গ্রানাদার সামনে। ৭৫ মিনিটে ফ্রান্সিসকোর জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন লোপেজ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।