আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের পরিণতি কী

মানুষকে ভালোবাসতে হবে। অপরের মতকে গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশের ভবিষ্যৎ পরিণতি কী? আমরাও কি ইরাক-আফগানিস্তানের ভাগ্য বরণ করতে যাচ্ছি? ব্যাপারটা নিয়ে কি আমাদের রাজনীতিক, সুশীল (!) সমাজ তথা সমাজের অগ্রবর্তী শ্রেণীর লোকজনরা আদৌ ভাবছে? আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম প্রধান দেশ। প্রাকৃতিক সম্পদও বিশ্বের অনেক দেশের তুলনায় বেশিই আছে আমাদের দেশে। আন্তর্জাতিক ইহুদিবাদী চক্র যেসব কারণে ওই দেশ দুটিতে সন্ত্রাসবাদ (!) দমনের নামে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে; একই ধরনের, এমনকি তার চেয়েও বেশি কিছুর সুযোগ আমরা ইতিমধ্যে করে দিয়েছি।

এখন তারা চাইলে আমাদের দেশ ঠাণ্ডা করার নামে বহুজাতিক বাহিনী মোতায়েন করতে পারে এখানে ইত্যাদি ইত্যাদি...। আর বিষয়টা যদি তা-ই হয়, তাহলে কি এমন হবে যে বেছে বেছে কোনো একটি দলের লোকই শুধু মারবে? আমি বলতে চাইছি, আকাশ থেকে বোমা ফেললে, ক্ষেপণাস্ত্র হামলা করলে, বা আরো যেসব কায়দায় তারা হামলা চালিয়ে থাকে, এতে কি শুধু বিশেষ কোনো দলের লোকেরাই মারা যাবে, নাকি ওই হামলার আওতায় থাকা সব কিছুই (সবাই) এতে ধ্বংস হবে? আমাদের মনে রাখতে হবে, এ দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিমপ্রধান দেশ। আর মুসলমানদের প্রধান শত্রু জাতি হিসেবে ইহুদি। আমাদের রাজনীতিকদের বিভিন্ন কর্মকাণ্ডে, মন্তব্যে, কাদা ছোড়াছুড়িতে মনে হচ্ছে, তারা খুব করে চাচ্ছে, এ দেশে ওই রকম কিছু একটা ঘটুক। যাতে সবাইকে নিঃশেষ করে দিয়ে শুধু তারাই রাজত্ব চালাবে।

অন্য কেউ না থাকলে রাজত্বটা তারা করবে কার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.