আমাদের কথা খুঁজে নিন

   

বহিস্কার হওয়া ১০ ছাত্র প্রসংঙ্গঃ....................................

ভালো লাগে বই পড়তে

সমপ্রতি খুন হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এর আবুবক্কর এর প্রকৃত খুনিদের কে তদন্ত কমিটি খোঁজ করে যে ১০ জনের নামের তালিকা পেশ করেছেন। খবরের কাগজ প্রথম আলোতে জানতে পারলাম কর্তৃপক্ষ এই ১০ জন কে সাময়িক সময়ের জন্য ডাবি থেক বহিস্কার করেছেন । এটা কেমন আইনের শ্বাসন প্রতিষ্ঠা হলো খুনীদের প্রকৃত বিচার না হয়ে, তাদের কে সাময়িক বহিস্কার আদেশ করলেন এতে কী খুনিদের বিচার হলো ? যদি প্রকৃত আইনের শ্বাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে দোষিদের বিচারের আওতায় আনতে হবে সে যেদলেরই হোকনা কেন। আজকে যারা সরকার প্রধান আছেন উনারা যদি এ কথা বাভেন যে ছেলেপেলে গুলো আমাদের দলের তাই বিচার করা যাবেনা .......... । তদন্ত কমিটি কর্তৃক সুইস্পষ্ট একটি প্রমান কে বিচার আদিন না এনে ছেড়ে দিলে আপনারা জাতির কাছে কি জবাব দেবেন? আজেক যদি আপনারা নিজেদের দলের ছেলে বলে ছেড়েদেন আগামীতে আজকে যারা বিরুদী দল হিসাবে আছেন তারা যখন খমতায় আসবে তারা এ বাভে খুন করে বিচার না করে ঐ সময় আপনাদেরকে তারা আজকের ডাবির এ ঘটনাকে উপস্থাপন করবে এবং ঐ সময় জাতিকে বলবে এটা পূর্বের সরকারের আবিস্কার তখন আপনারা কী জবাব দেবেন জাতিকে ? তারা আজ এটাও প্রচার করছে যে রাবি-তে এক খুনের জেরদরে সরকার সারাদেশে বিরুদী দলের কর্মীদের উপর হিংসাআত্তক চোবল নিয়ে দরপাকর করছে তাদের কে রিমান্ডে নিয়ে অমানবিক বাভে নির্যাতন করছে ।

আর এইদিকে নিজেদের দলের ছেলে বলে তাদের কে ছেড়ে দিচ্ছে। এই দায়বার আপনারা কি বাভে এড়াতে পারবেন। তাই বলছিলাম সব কিছু আমাদের কে হুশখেয়াল রেখে করতে হবে ছলতে হবে। সবদিক বিচার বিভেচনায় আনতে হবে। কোন পাদে পা দেওয়া যাবেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.