আমাদের কথা খুঁজে নিন

   

ছোটলোকটার যেন বিশ্বাসই হতে চায় না যে কেউ কাউকে দশটা(!!!) টাকা খরচ করে কোক খাওয়াতে পারে।

আমি যখন ইন্টারে পড়তাম তখনকার ঘটনা। আমি এক বুয়েটের ছেলের কাছে পড়তাম। তখন বুয়েটে কলকাতা থেকেও ক্যালকেশিয়ানরা পড়তে আসত। আমরা টি স্টল কিংবা হোটেলে পার্টনারের জন্য দু’চার টাকা অনায়াসে খরচ করতে পারি, কিন্তু কলকাতার ছোটলোকদের কাছে তা অতিমানবীয় বিষয়ের সমতূল্য! একদিন স্যার তার ক্যালকেশিয়ান পার্টনারকে দশটাকা দিয়ে একবোতল কোক কিনে খাওয়াল। দশটাকা দিয়ে কোক কিনে দেওয়াতে তার আশ্চর্যজনক(!!!) উক্তি “দোস্ত তুই আমাকে কোক কিনে খাওয়ালি!!!!!!!!!!!!!” স্যার এদেশীয় হওয়ায় বেশ শান্তভাবেই বলল “হ্যাঁ খাওয়ালাম” কিন্তু ছোটলোকটার যেন বিশ্বাসই হতে চায় না যে কেউ কাউকে দশটা(!!!) টাকা খরচ করে কোক খাওয়াতে পারে।

হায়রে ছোটলোকের বাচ্চা ছোটলোক!!! এ প্রসঙ্গে বলে নেই আমার পরিচিত একজন নব্য ক্যালকেশিয়ান, পূজায় বাংলাদেশে আসে তাকে জিজ্ঞেস করেছিলাম কলকাতা প্রসঙ্গে। সে বলেছিল কলকাতায় দুই ধরণের লোক থাকে, ঘটি আর আদি ক্যালকেশিয়ান। আদি ক্যালকেশিয়ানরা মোটামুটি ভাল, ঘটিরা খুবই খারাপ আর কিপ্টা। হওয়াটা স্বাভাবিক। কারণ বাংলাদেশে যারা ক্যালকেশিয়ান হওয়ার প্রস্তুতি গ্রহণ করে তারা অনেক কামিয়েও দেখা যায় খেয়ে না খেয়ে টাকা জমায়, ফকিরের মত বাসাবাড়িতে থাকে।

সব জমিয়ে একদিন কাউকে না বলে রাতের আঁধারে ইন্ডিয়া পাড়ি দেয়। এদেশের টাকা ওপারে পাঠায়। দেশপ্রেম যাদের নেই তারা কলকাতায় তো দূরে কোথাও ভাল হবে না। ঢেঁকি স্বর্গে গেলেও ধানই ভানে। (আমার ফেবু ফ্রেন্ডের কাছে থেকে শুনা ____________________) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।