আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের ক্রমতালিকা -ও.ডি.আই. (এ যাবতকালের সকল ব্যাটসম্যান)

জীবন অনেক দামী..কাজ প্রচুর...সময় কম।

বাংলাদেশে এ পর্যন্ত যত জন ও.ডি.আই. এ খেলেছেন, তাদের মধ্যে সেরা ৪০জন কে বাছাই করে আমি একটি তালিকা তৈরী করেছি। এ তালিকা টি গড় রানের ভিত্তিতে। যদিও তালিকার দু-একজন কে ( যেমন গাজী আশরাফ লিপু, রকিব হাসান) খ্যাতির কারনে তালিকায় স্থান দিয়েছি ( গড় রানে অন্য কয়েকজন সামান্য উপরে থাকলেও)। তালিকাটি ক্রিকইনফো-ইএসপিএন সাইট থেকে থেকে নেয়া।

Click This Link তবে তাদের ডাটাবেস কে সরাসরি ব্যবহার করিনি। ওখানকার ডাটাবেস থেকে এ পর্যন্ত ও.ডি.আই. খেলা সকল প্লেয়ারদের তালিকা কে ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যারা উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ খেলেছেন এদের কে বাছাই করেছি। বোলারদের ব্যাটিং রেকর্ড ( যদি না ব্যাটসম্যান হিসাবেও তাদের যথেষ্ট অবদান না থাকে) বাদ দিয়েছি। এরপর ক্রমানুসারে সাজিয়েছি। (প্রসঙ্গত গড় রানের যে তালিকা মূল সাইটটিতে আছে সেটি পূর্নাঙ্গ নয়, Click This Link সাম্প্রতিক কালের বোলারদের স্থান দেয়া হয়েছে কিন্তু সাবেক অনেক যোগ্য খেলোয়াড়-সেখানে স্থান পায়নি।

সবচেয়ে গড়মিল সে তালিকা - ইমরুল কায়েসের নাম নেই ??!!) । এটি অবশ্য ভুল নয়, কারন ওই তালিকায় শুধুমাত্র কমপক্ষে ২০টি ইনিংস খেলা প্লেয়ারদেরকেই স্থান দেয়া হয়েছে। আরেকটি বিষয়- এই তালিকাটি ফেব্রুয়ারী ২০১০ পর্যন্ত রানের ভিত্তিতে করা। ( অর্থাৎ আজকের খেলাটি এই তালিকায় স্থান পায়নি) HS=সর্ব্বোচ্চ রানের কলামে বোল্ড করা সংখ্যাগুলো নটআউট প্রকাশ করবে ওয়ানডেতে যেহেতু স্ট্রাইক রেট একটা ফ্যাক্টর তাই, এবার দেখা যাক, ওডিআই তে সবচেয়ে মারকূটে ব্যাটসম্যান কারা ... অন্যান্য পর্বঃ ও.ডি.আই. রেকর্ডে বাংলাদেশের সেরা বোলারদের ক্রমতালিকা (এ যাবতকালের সকল বোলার) টেস্ট ম্যাচে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান কে? (সকল ব্যাটসম্যানের পরিসংখ্যানের ভিত্তিতে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.