আমাদের কথা খুঁজে নিন

   

জিজ্ঞাসা সাধারণ: -ভাদ্র, ১৪২০

করণিক: আখতার২৩৯

জিজ্ঞাসা সাধারণ: -ভাদ্র, ১৪২০ =================================== বেশ তো ভালোই ছিলে, পালাবদল ক’রে ক’রে ভালোই চালাচ্ছিলে তোমাদের লুটতরাজ। তোমরা দলোগণ ছিলে বিভিন্ন আদর্শ আর নৈতিকতার পোশাকে ঢাকা। শ্রদ্ধা ভক্তি সম্পদ কোনোটাই কম পাওনি। বিলাসবহুল তোমাদের জীবনধারা দেখেও কেউ সন্দেহ করেনি। তোমাদের দখলের সম্পত্তিগুলোকে তোমাদের ‘যোগ্যতা আর ত্যাগের বিনিময়ে অফুরন্ত ঐশ্বরিক দান‘ হিসেবেই মেনে নিয়েছিল গণমালিকেরা, আর নিজেদেরকে পাপী জেনেই তারা পাপের প্রায়শ্চিত্ত ক’রে যাচ্ছিল।

পরিণতি জেনেও জ্ঞাতিহিংসায় আর পরশ্রীকাতরতায় আত্মঘাতী বিশাল জনগোষ্ঠীটা তো ব্যস্তই ছিল একে অপরকে অশান্তির দিকে ঠেলে ফেলে দিয়ে কেবল নিজেকে ওপরে ওঠানোর ব্যর্থ চেষ্টায়। জনসাধারণ এখানে কেবল নিজেদের উন্নতিতে একে অপরের জন্যে প্রবল বাধাদানকারী, কখনোই তোমাদেরকে তারা তো প্রতিপক্ষ ভাবেনি। তোমাদের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা ছিল। তোমাদের দ্রুত হারে বাড়ন্ত ধন-ভাণ্ডারের দিকে তাকানোর সময় ছিল না তাদের। ওহে দলোগণ, বোঝাপড়ার মাধ্যমেই তোমাদের লুটপাটের পালাবদল চলছিল।

গোগ্রাসে অবৈধখোরের নোংরামোগুলো তো পোশাকের আড়ালেই ছিল, -হঠাৎ কী এমন ঘটলো যে, তোমরা অস্থির হ’য়ে উঠলে আর অধৈর্য হ’য়ে সমঝোতা ভুলে গিয়ে নিজেদের মধ্যে দোষারোপের মহড়ায় মেতেছো? এমন বীভৎসভাবে চেঁচামেচি চালাচ্ছো যে, খোলা কোনো ডাস্টবিনের দখলকামী দলবদ্ধ গলাবাজ কুত্তাগুলোর আচরণও ততটা বিরক্তিকর হ’তে পারবে না কখনো। তোমাদেরকে কোন্ শয়তানে ছুঁয়ে দিয়ে উন্মাদ বানালো যে, তোমরা আর লোকচক্ষুর আড়ালে থাকতে পারলে না; ধাপে ধাপে উলঙ্গ হবার প্রতিযোগিতায় নেমে পড়লে!? অন্যদেরকে ন্যাংটা করার চেষ্টা চালিয়ে নিজেরাই নাঙ্গা হচ্ছো কোন্ শয়তানের শয়তানিতে? তোমাদের দলগুলোতে কি এমন কেউ ছিল না যার সামনে কোনো শয়তান দাঁড়ানোর সাহস পায় না? একটা জনগোষ্ঠী, হোক তা’ যতই মন্দ, জনসাধারণ এখানে তোমাদের কিছুই তো এখনো কেড়ে নেয়নি; তারা তো তাদের নির্ভেজাল বিশ্বাস আর আস্থার জায়গাটিতে তোমাদেরকেই আসন পেতে দিয়ে রেখেছে। সেই তোমরাই যদি আত্মঘাতী সংঘর্ষে লিপ্ত হ’য়ে নিজেদেরকে ধ্বংস করো, ঐ জনগোষ্ঠীটা তখন কোথায় গিয়ে আস্থা পাবে, বলো? ক্যানো তোমরা এ মাতাল খেলায় নেমেছো? ক্যানো নেমেছো এভাবে!? কী চাচ্ছো তোমরা হে দলোগণ, বলো, বলো, কী তোমাদের চাওয়া? গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ২৬/০৮/২০১৩খ্রি:

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।