আমাদের কথা খুঁজে নিন

   

জিজ্ঞাসা

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
জিজ্ঞাসা --------------------------------------------------------------------- সারাদিন বসে ভাবি, আমাদের চামড়ায়, মশা কেন কামড়ায়? সূর্যটা দিনে উঠে, চাঁদ কেন রাতে? পাঁচটা আঙুল কেন আমাদের হাতে? ধনীদের কাছে কেন গরীবেরা বাঁশ খায়? গরু কেন ঘাস খায়? পাখি কেন আকাশেতে? মাছ কেন জলে? এতো পানি কই থাকে বেসিনের কলে? কত প্রাণী ডিম পাড়ে কারও ধার ধারে না, ঘোড়া কেন পাড়ে না? ও আকাশে কতো মেঘ খালি চোখে ভাসে না, অত উঁচু থেকে কেন নিচে নেমে আসে না? ছয়, সাত এর পড়ে আট, কেন নয় না? দুই আর দুই মিলে দশ কেন হয় না? দোষ না করেও কেন নির্দোষ মার খায়? দোষী কেন ছাড় পায়? যার যত আছে, কেন সে তত বেশি চায়? মেধা নয়, আজ লোকে জোরওয়ালা পেশী চায়!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।