আমাদের কথা খুঁজে নিন

   

এলিজিঃ বইমেলা

কথা বলতে চাই। আমার। আমাদের। হয়তো পারবো, হয়তো পারবোনা। চেষ্টা করতে তো দোষ নেই কোনো; দেখাই যাক শেষ পর্যন্ত কি দাড়ায়..!!

বইমেলাতে বইয়ের বাহার বইখেকোদের হরেক আহার, নানান স্বাদের, নানান আকার, নানান ওজন- বেশ তো! বই না পড়ার নতুন কালে নতুন বইয়ের মায়ার জালে খায়েশমতো দেখার আগেই বইমেলাটি শেষ তো! এখন সবাই ফিরবে ঘরে বইগুলো সব যতন করে (হয়তো পড়ে) রাখবে কোন বইয়ের তাকে- মনন-মেলার শেষবাঁশীতে পাঠক লেখক চায় হাসিতে (কেউ কি জানে) আড়ালে তার কষ্ট থাকে? এক বছরের অপেক্ষাকাল, কে জানে কার কী হবে হাল, আর কি হবে বইয়ের মেলায় ফেরা? এমনি বইয়ের গন্ধে মেতে নতুন বইয়ের সঙ্গ পেতে কিংবা হতে হাজার বইয়ে ঘেরা? এমনি সময় চলবে ধীরে অনেক মনের ভাবার ভীড়ে ফেব্রুয়ারী আসবে মেলা নিয়ে- এই ক'টা দিন কাটবে অপেক্ষাতে, বইগুলিও থাকবে বুঝি হাতে, ঘুরবে বছর স্মৃতির বাগার দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।