আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল ভর্তি পরীক্ষা অক্টোবরে

এ বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে এক বৈঠকের পর মন্ত্রী একথা জানান।

তিনি বলেন, আমরা ঈদের আগেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই। এ কারণে অক্টোবরের প্রথম সপ্তাহেই ভর্তি পরীক্ষা নেয়া হবে। তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

এবারো আগের বছরের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না।   বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।

বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।

এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.