আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ালপেপার তৈরী করুন ইলাস্ট্রেটরে


উপরের মত একটা ওয়ালপেপার কিভাবে তৈরী করা যায় চলুন দেখি... ১. প্রথমে rectangular path তৈরী করুন এবং তা নীল gradient দ্বারা পূরণ করুন। ২. এবার আরেকটি path তৈরী করুন নীল-কালো রংয়ের সমন্বয়ে gradient দ্বারা এবং Screen Blending Mode সিলেক্ট করুন। এটা lighter blue gradient shade তৈরী করবে। যদি আপনার color setting CMYK এ থাকে, তাহলে কালো রংটি সম্পূর্ণ কালো করুন (C,M,Y,K=100)। চিত্রে লাল তীর চিহ্ন দ্বারা gradient fill এর direction বুঝানো হচ্ছে।

একই ভাবে আরেকটি Screen gradient path তৈরী করুন। ৩. এবার দুইটা সাদা wave strokes তৈরী করুন এভাবে ৪. এবার Object > Blend > Blend Options এ যান, তারপর সেট করুন Specified Steps = 20. দুইটা stroke select করে যান Object > Blend > Make এ অথবা Ctrl+Alt+B চাপুন. এটা সাদা stroke দুইটাকে blend করবে এবং একটা abstract wave effect তৈরী করবে। আপনি যদি এই Blend step পরিবর্তন করতে চান তবে Object > Blend > Blend Options এ যেতে পারেন অথবা tool bar এরBlend Tool(B) এ double click করুন। ৫. Direct Selection Tool (A) ব্যবহার করুন, যেকোন একটি strokes সিলেক্ট করুন এবং stroke color নীল করুন . ৬. এবার Pen tool এর সাহায্যে আকুন, দুইটা wavy strokes তৈরী করুন এবং এগুলো blend করুন। Blend step এর সাহায্যে stroke weight এবং color ইচ্ছামত পরিবর্তন করুন।

একইভাবে আরেকটা abstract blend করুন নীল-পার্পেল এর সমন্বয়ে। এবার ফাইনাল আউটপুটটা দেখুন.... সোর্স ফাইলটা পেতে ক্লিক করুন এখানে লেখাটি আরএ প্রকাশিত হয়েছে এখানে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.