আমাদের কথা খুঁজে নিন

   

কিন্তু আমিতো পাগল না পাগলি.......।



২৬/২/২০১০ কাল বিকেলে কম্পিউটারে গান শুনছিলাম হঠাৎ ডুবে যাওয়া সূ্র্যের একটুকরো আলো মুখে এসে পরলো। অনেকদিন পর সূর্যাস্ত দেখলাম। আমার রুমটার অনেক সুবিধার মধ্যে এটি একটি,সূর্যের এই ডুব দেওয়া দেখা..। লাল টকটকে সূর্যটা ধীরে ধীরে ডুব দিয়ে কোথায় যেন মিলিয়ে যায়। হঠাৎ মনটা কেন জানি অস্থির হয়ে গেল।

কম্পিউটারটা বন্ধ করে টিভি দেখতে গেলাম। একটা সময় কারেন্ট বাবাজিও চলে গেল। আবার নিজের রুমে চলে এলাম। ১কাপ চা হাতে বারান্দায় গিয়ে বসলাম। তখন চাঁদের আলোয় ঝলমল করছিল আমার পুরো বারান্দায়।

পাতা রাখা চেয়ারটায় টেনে বসলাম। এদিক ওদিক করেও চাঁদটাকে দেখতে পেলাম না,কারণ চাঁদটা তখনও বিল্ডিংটার ওপাশে। আমার জানালা দিয়ে চাঁদ উঁকি দেয় মানে পুরোপুরি দেখা যায় রাত ১০টা-১১টা নাগাদ। আর এটা আমার রুমের আরেকটা সুবিধার একটি। বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখার মজাই আলাদা।

চা খেতে খেতে ভাবছিলাম বৃষ্টির কথা। কাল ব্লগে অনেকে বৃষ্টির কথা লিখলো। ঢাকায় বৃষ্টি হয়েছে। আমাদের চট্টগ্রামে গতবছর এক রাতে তুমুল বজ্রপাত করে বৃষ্টি তার চলে যাওয়ার শেষ জানান দিয়েছিল,সেই থেকে এখনও পর্যন্ত বৃষ্টি আর দেখা দেয়নি। তাই ঢাকায় বৃষ্টি হয়েছে শুনে মনটা খুব খারাপ লাগছিল কারণ এখানে এখনো হয়নি,তাই।

ভাবলাম ঢাকা বাংলাদেশের রাজধানী তাই মনে হয় বৃষ্টিটাও বুঝি সেখানেই আগে দেখা দেয়। চা টা শেষ করতেই না করতেই মশার যা শুরু করলো বাধ্য হয়ে বারান্দার দরজা বন্ধ করে দিলাম, রুমের ভেতর চলে এলাম। ততক্ষনে কারেন্ট বাবাজি এসে পরেছিল। আবার কিছুক্ষণ টিভি দেখে খাওয়া দাওয়া করে শুয়ে পরলাম। ভোর ৪টা নাগাদ কি যেন শব্দে ঘুম ভেঙে গেল।

চোখ খুলে শব্দটা চেনার চেষ্টা করলাম। আরে এতো বৃষ্টির শব্দ। লাফ দিয়ে উঠে আস্তে আস্তে বারান্দার দরজা খুলে ভিজতে লাগলাম। আমার প্রিয়.....রাতের ভালোবাসার সেই বৃষ্টি। তখন গলা ছেড়ে খুব গান গাইতে ইচ্ছে করছিল," আজি ঝর ঝর মুখর বাদল দিনে"........।

কিন্তু বাবার জন্য পারিনি তাই আস্তে আস্তেই গানটা ২ /১লাইন গেলাম। মন ভরে ভিজলাম। আমাদের বাসার পাশেই পোর্ট। পোর্ট এরিয়ার লাইটের হলদে লাল আলোয় বৃষ্টির ফোটা গুলোকে আরো সুন্দর লাগছিল...। দু হাতে বৃষ্টির পানি নিয়ে মুখে মেখেছি বহুবার।

রুমে এসে বান্ধুবীদের এসএমএস করে বৃষ্টিতে ভিজার কাহিনী লিখে পাঠালাম। পরে বৃষ্টি ভেজা কাপড়েই শুয়ে পরলাম। শীত শীত ভাব নিয়ে কখন যে ঘুমিয়ে পরলাম টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে বান্ধুবীদের বকা ওয়ালা এসএমএস পেলাম। আমি নাকি পাগল কিন্তু আমিতো পাগল না পাগলি..............।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.