আমাদের কথা খুঁজে নিন

   

১৮ বছরের নিচে শারীরিক সম্পর্ক অপরাধ নয়

ভারতে ধর্ষণ বৃদ্ধির প্রেক্ষিতে দিল্লির একটি আদালত গতকাল একটি রায় দিয়েছেন। বিচারক বলেছেন, কোনো মেয়ের বয়স যদি ১৮ বছরের নিচে হয় এবং তার সম্মতিতে কেউ যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে নতুন আইনের অধীনে তা অপরাধ বলে বিবেচ্য হবে না।
 
ধর্ষণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সরকার যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষাবিষয়ক একটি আইন (পিওসিএসও) কার্যকর করছে। পুলিশ ও দিল্লি কমিশন ফর উইমেন একটি আবেদন করেছিল। তাতে তারা দাবি করেছিলেন যে, টিনেজ অথবা কিশোরদের অবশ্যই যেকোনো রকম শারীরিক সম্পর্ক থেকে বিরত রাখতে হবে।

আদালত তাদের আবেদনকে প্রত্যাখ্যান করে ওই রায় দেন।
 
অতিরিক্ত সেশন জজ ধর্মেশ শর্মা বলেন, আমি এমন আবেদনে শঙ্কিত। কারণ এমন নিষেধাজ্ঞা দেয়া হলে তার অর্থ হবে ১৮ বছরের কম বয়সী কোনো ব্যক্তির শরীর হলো রাষ্ট্রীয় সম্পত্তি। এর অর্থ হলো ১৮ বছরের কম বয়সী কাউকেই অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আনন্দ পেতে না দেয়া। কিন্তু এক্ষেত্রে আমাদের সবার ওপর একটি গুরু দায়িত্ব বর্তায়।

তা হলো- সবাইকে অল্প বয়সে ছেলেমেয়েদের বিয়ের পরিণাম সম্পর্কে সচেতন করতে হবে। তাদেরকে বোঝাতে হবে অনিরাপদ যৌন সম্পর্ক কি ক্ষতি করতে পারে।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।