আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে আশরাফুলকে বাদ দিলেন বিচক্ষণ নির্বাচকরা



ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চোট সেরে যাওয়ায় দলে ফিরেছেন পেস বোলার মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৩ জনের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সোহরাওয়ার্দী শুভ। এছাড়া আগের দল থেকে বাদ পড়েছেন পেসার সাহাদাত হোসেন ও ব্যাটসম্যান রকিবুল হাসান। দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহঅধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ। আশরাফুলকে ঝেটিয়ে বিদায় করার দাবি জানিয়ে আমি গতমাসে একটি পোস্ট দিয়েছিলাম। তাকে বাদ দেয়ার ঘটনায় ঐ দাবির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা না থাকলেও আমার দাবিটি পুরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করছি। বাংলাদেশ দলের কাছ থেকে অন্তত ১টি জয় আশা করছি (ওডিআই সিরিজে) ইংল্যান্ডের বিপক্ষে। আর ১টি টেস্ট যেন ড্র হয় খোদা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।