আমাদের কথা খুঁজে নিন

   

ভাল্লাগবেনা আপনাগো...

আমি একজন পশু।

নিজেদের মহান ভাবা একটা রোগ/অসুখ আমরা মানুষরা একটা গোষ্ঠি বানাইয়া চলতে পসন্দ করি। বাঙ্গালি কন আর বাংলাদেশি কন, একটা গ্রুপ না বানাইলে মানুষের ভাল্লাগেনা। এই চরিত্রের জন্যই যত ঝামেলা! কেডা কইসে জাতি একটা মহান জিনিশ? ৫২ এর রক্তপাত এর আসল মুল্য বুঝেন? বুঝলে হুদাই আজকেও বাংলা - বাংলা কইয়া চিল্লাইতেন না! আদালত-সরকারি কামে বাংলা এস্টাবলিশ করতেই হইব, এমন বাল-ছাল দাবি তুলতেন না, যেইখানে পুরা দুনিয়া ইংরাজি শিখতাসে!! কেডা কইসে বাঙ্গালি হওন একটা মহান ব্যাপার? কেডা কইসে বাংলাদেশ মহান দেশ?? বাংলাদেশ ,ভারত কিংবা পাকিস্তান কোনোটাই খারাপ / ভালো না। সব ই এক।

সব ই প্রপাগান্ডা। মহান বইলা কিছু নাই। দেশ এর সীমা বইলা কিছু নাই। এগুলা যত করবেন, ততই ঝগড়া হোবে। ততই চুষাচুষি হবে।

বর্ডার এর এক মাইল ডাইনে আর বামে... একটা বর্ডার টানসে আমাদের বস রা। আর আমরাও খুব খুশি যে, নিজেদের একটা জায়গা পাইসি। তারপর লাফাইতাসি। আরে ভাই, বর্ডার এর এক মাইল ডাইনে যে লোকটা থাকে, সে আপনার দেশের মানুষ বইলা খুব আপন আপ্নের, আর যেই ব্যাটা এক মাইল বামে থাকে , সে অন্য দেশের বইলা তারে মাইরা হইলেও নিজের ব্যাটা টার পেটে ভাত দিতে পারলে আমরা খুব মহান হইয়া গেলাম?? তখন আমরা দেশ-প্রেমী!!! জান্নাত-বাসি?? বি,এস,এফ মারতে পারলে সাবাস। আর বি,ডি,আর মরলে খুব দুঃখ?? আরে ভাই, মরে তো মানুষ ই , নাকি?? কিন্তু আপনেরা মহান ব্লগার, দেশের সচেতন ব্যক্তি-বর্গ এইসব কথা তো আপনাদের পসন্দ হইবেনা... আপ্নেরা আমার কথা শুনবেন না।

সেহেতু, আমি ই আপনাদের দলে আইসা পরলাম। মাইনা নিলাম যে, আমি -আমরা-আপনেরা, অর্থাৎ বাঙ্গালিরা/বাংলাদেশিরা মহান জাতি। আমাদের দেশ মহান। তাইলে আসেন দেখি মহান হওয়ার পথ টা কেমন!! পাহাড়ি মারা নিয়া খুব কষ্ট মনে আমাদের? কারো কারো মনে খুব কষ্ট দেখলাম। কিন্তু কেন? এমন টাই তো হয়ার কথা।

মনে নাই ৭১? তখন পাকি রা যা করসিলো আমাদের সাথে, আমরা তাই করতাসি পাহাড়ি দের সাথে? তফাত এই যে, আমরা আস্তে আস্তে করতাসি। কারন আমাদের বুদ্ধি পাকিদের চাইতে বেশি। মিডিয়া রে বেশি একটা জানান দিতে চাইতাসিনা। যেকোনো দেশ এর মূল জাতি (শক্তিশালী, বিত্তবানরা) চাইবে দুব্বল দের উপর অত্যাচার কইরা নিজেরা আরো বড় হইতে। পাকিরাও তাই চাইসিলো অইসময়।

আর আজকে আমরা বাঙ্গালিরাও তাই চাই। অই সময় আমরা মানিনাই পাকিদের, তাই যুদ্ধ করসি। নিজেদের খুব মহান মনে করতাসি। এখন তাইলে আপ্নারা কন, পাহাড়ি রা যদি আলাদা হইতে চায়, আমি-আপনি (সচেতন - সমাজ) কি কখনো সাপোর্ট করবো? যতই প্রেম দেখাই পাহাড়িদের প্রতি, টাইম আসলে, ধইরা চুইদা দিমু পাহাড়িদের। যেমন করসিলো পাকিরা আমাদের লগে।

ব্লগে চিল্লান, মানবতার কথা মারান ... মুজিব আগেই কইসে "তোরা বাঙ্গালি হইয়া যা" ... ঠিক ই কইসে বস, কারন বস আগেই বুঝসে যে, উন্নতি করতে হইলে চুষতে হইবে। আর চোষার জন্য পাহাড়িদের চে ভালো মাল আর কি আসে? মুজিব ধর্ম-নিরপেক্ষ ভাব ধরত কারন, তাতে লাভ আসিলো, জাতি-নিরপেক্ষ ভাব ধরেনাই, কারন তাতে লাভ নাই। ধর্ম-এর রিসেল ভ্যালু আসে, জাতির নাই। পাহাড়ি রা নিচু জাত, ফকিরের জাত, আন-সিভিলাইজড এবোরোজিন্স। আমরা আধুনিক মানুষরা তাই মনে করি, তা আপনে স্বীকার করেন, আর না করেন।

মুজিব রে গাইল্লাইতাসি মনে কইরেন না! সেই দিন মুজিব পাহাড়ি দের পাত্তা দিলে ঝামেলা আসিলো। এগুলার মাথা বড় হইত, পরে এক-সময় মাথা-চাড়া দিয়া উঠতো ইন্ডিয়া'র সাহায্যে। বি,এন,পি'র একটা ভুল ধারণা যে, মুজিব ভারত-ভক্ত। মুজিব আসিলো স্মার্ট, যখন ভারত রে দরকার তখন তেলাইসে, পরে টাইম মত তালাক দিয়া দিসে। সে তার উন্মাদ মাইয়ার মত না, যে জিহবা দিয়া ভারত-মাতা রে চাইটাই জাইতাসে তো চাইটাই জাইতাসেই! জিয়া বস আইসে এর পর।

সে আরো স্মার্ট। সেনা-বাহিনী লাগাইসে। ভালো করসে। ভারত-মিয়ান্মার রে হুদাই চান্স দিমু ক্যান বর্ডার এ ঝামেলা করতে? কন্ট্রোল না রাখলে পাশের দেশ সুযোগ নিবেই। এইডা দুঃখজনক হইলেও হাচা কথা।

চালাক জিয়া আরেক মহান কাম করসে, সেটলার ঢুকাইসে। ইতিহাসে খোঁজেন, চুষতে হইলে সেটলার লাগে। লাগেই। কেন? ফিলিস্তিনে ইস্রাইলিরা দখল করতাসে কেম্নে? খালি সেটলার দিয়া। আমি-আপ্নে কেডা? আমগো নেতা রা যা কইরা গেসে, তার উলটা ভাইবা লাভ নাই।

তেনারা আমাদের চে বেশি বুঝেন। তাগো নজর বহুদুর যায়, আমগো যায়না। আর বড় কথা তেনারা আমাদের মত হুদাই ব্লগে বাল ফালান নাই, ফিল্ডে কাম করসেন। অত্যাচার না করলে বড় হওয়া যায়না!! চীন তো মহান জাতি! আইজকা , আমেরিকাও ভয় পায় চীন রে। তো, আমরাও কি অমন মহান হইতে চাই? যদি চাই, তাইলে অত্যাচার করতে হবে।

চাইনিজ রা বহু মিডিয়া'র লোক রে মারসে, সংখ্যালঘু মুসলমান মারসে, ছাত্র মারসে, তিব্বতি মারসে । আর কাউরে কিছু জানায়নাই। চাইপা গেসে। আইজ বহু বছর পর দেখা গেলো চায়না খুব মহান এক দেশ, মহান এক জাতি। তাইলে, আমরা পাহাড়ি মারলে দোষ কি? সব গুলি রে মাইরা জায়গা পরিষ্কার কইরা আমরা বাঙ্গালিরা ইউজ করুম।

আমরা আমাদের জাতি নিয়া থাকুম। আর অই পাহাড়িদের জায়গা গুলান সুন্দর, অগুলারে পর্যটন বানামু। (এর মইধ্যে আর এক মজা , ইন্ডিয়া, চান্স পাইসে আর লগে লগে আমাদের পাছায় আঙ্গুল দিতাসে, কয়, জাতিসংঘের হাত লাগবো পাহাড়ি কেস এ! আর এই বেঈমান শালাগো বিদ্রোহিদের ধইরা ধইরা আমরা ফেরত পাঠাই!! অবাক!) ভুইলা যাইতে সবচে আরাম!! শেষ কথা, আমাদের সবচে ভাল্লাগে ভুইলা যাইতে। ২৫ শে ফেব্রু আইজকা। এক বছর হইয়া গেল বিডিয়ার কাহিনী'র।

আউটপুট কি? খুউব কষ্ট পাইসিলাম আমরা। আবেগি হইসি। বুদ্ধি কইরা ব্লগাইসি, কারন অনুসন্ধান করসি, তদন্ত চাইসি। কিন্তু আসলে বা---ল টাও হয়নাই। দরকার ও নাই।

কারন আমরা দুই দিন পর সব এম্নেই ভুইলা যাই। এই সব পাহাড়ি মারলেও কিছু না। মহান ব্লগার রা কিছুদিন লিখবে, তারপর ভুইলা যাবে, যতদিন না নতুন কিছু ঘটে। আজকে আমরা গালাগালি করতাসি সরকার-সেনা-বাঙ্গালি দের। কিন্তু কন্টিনিউ করতে পারলে, এক-সময় আমরা সত্যিকারের মহান জাতি তে পরিণত হইতে পারবো।

সো, রিলাক্স গাইজ, হ্যাভ ফান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.