আমাদের কথা খুঁজে নিন

   

স্মরণঃ বিডিআর বিদ্রোহ

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

গত বছর ঠিক এই দিনে এই সময়ে সামহয়্যারইনে ঢুকেই প্রথমে জানতে পেরেছিলাম পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা। নৃশংস ও নারকীয় এই ঘটনায় দেশের দুইটি বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যায়। অন্য সব ঘটনার মতোই আমরা সব ভুলে যেতে বসেছি, রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত থেকেছে, বিরোধী দলকে দোষ দিয়ে সরকার পার পেতে চেয়েছে। অন্যদিকে বিরোধী দলও এটাকে ইস্যু বানিয়ে তেমন একটা সুবিধা করতে পারেনি। দেশের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তা কোনদিন শোধ হবার নয়। নিহত আহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।