আমাদের কথা খুঁজে নিন

   

রঁসালের সিদ্ধান্ত

পবিত্রতাই আমাদের জীবনের গন্তব্য

এবার গাছে এত বোঁল কেন? ভাবিছি, এ বৃক্ষেরই কোন খেল্‌ যেন। এবারই দানিবে সে সব- জীবনের তরে রঁসাল মোদের বঞ্চিবে তাঁর বিত্ত-বৈভব। আরে না… এ আমার অথর্ব কল্পনা, ওঁরা কি মানুষ যে হইবে কৃপণমনা? ছিঃ ছিঃ করিতেছি কি আমি হায়! মহান বৃক্ষরে তুলনা করিছি তুচ্ছ মানব সাঁয়? এ কল্পন্ না করিয়া উপায় কি কিছু ছিল? যে হারে মানব(?) বাঁড় বাঁড়িছে… এই হল উপযুক্ত কর্মফল। কারণ… রঁসাল তাঁর প্রাণভরে দান করে রতন যত তাঁর তরে সমান সকলে;বলেঃ ‘করিওনা ভুলেও কারেও বঞ্চিত।’ বৃক্ষ-লাভী থোরাই শোনে সেই মহা ফরমান, বলেঃ ‘আগে মোর পেট পুঁজো হবে, কিসের করিব রে দান?’ ...ভাবিলাম অবিচার এ না সহে কাঁদিয়া বৃক্ষ মশাই স্থির করিছে আর কখনো দানিবে না রঁসাল তাই। কিন্তু চিত্ত তাঁর এত বিরাট মহান-যেন আসমান হার মানে, শেষবারের মত দিতেছে অসীম ভরাইয়া রসাল ধনে। তাই মার্জনা আমি প্রার্থিব তব সকলের কাছে, অথর্ব কল্পন্ সত্য হলে মন হাসিবে তৃপ্ত লাজে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.