আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেটদের অবাধ অধিকার, অলিখিত কপিরাইট আর কতিপয় আত্নমগ্ন তৃপ্ত শামুক ও বেলাজ ভাম



মন ভালো নেই। মন ভালো নেই পত্রিকার পাতায়, টিভি চ্যানেলে আর বিজ্ঞাপনে। কোথায় চলেছি আমরা!! কিছুই করতে পারিনা। শুধু বলতে পারি। যেমন জ্বরে আক্রান্ত প্রিয়তম সন্তানের গরম কপালে হাত রাখতে পারি, তার কষ্টটুকু অনুভব করবার চেস্টা করতে পারি।

এর বেশী আর কি করতে পারি। সবকিছু দেখে দেখে শুধু বলতেই পারি। জানি তাতে কারো কিছু যায় আসেনা। তবু বলার অভ্যাস ছাড়তে পারছি না। কর্পোরেটরা আমাদের কাছে থাকার মূলমন্ত্র শিখাচ্ছে।

কাছে থাকা মানে গ্রামীণ ফোনে কথা বলা। ড. ইউনুস বিভিন্ন বিষয়ে কথা বলেন। নোবেল প্রাইজ অর্জনের পর তার নিজের ব্রান্ডিং পোক্ত হয়েছে। তিনি সামাজিক ব্যবসার কথা বলেন। কিন্তু কর্পোরেট অগ্রাসনের বিরুদ্ধে কিছু বলেন না।

কর্পোরেটদের সবকিছুকে ব্যবসায়িক পণ্যে পরিণত করার অপ কৌশলের বিরুদ্ধে তিনি কৌশলগত কারনেই নীরব। বাণিজ্যই শেষ কথা। বাকি সব তকমা আঁটা ভন্ড নৈতিকতা। কর্পোরেট প্রথম আলো আর গ্রামীন ফোন মিলে উদ্ভাবন করে দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিট। উপস্থাপক আসাদুজ্জামান নূর জানালেন এই ত্রিশ মিনিটেই বাঙালীর জন্ম।

বাঙালীর জন্ম সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ আবিষ্কার এই ত্রিশ মিনিট তত্ব। মহান ভাষা আন্দোলনের দীর্ঘ ধারাবাহিকতা আর বাঙালীর হাজার বছরের ইতিহাসকে ত্রিশ মিনিটের কর্পোরেট ব্রাকেটে বন্ধী করা হলো সাড়ম্বরে । ভবিষ্যতে দেখা যাবে স্বাধীনতার ইতিহাস ৭মার্চের ভাষণ আর বিজয় দিবসকে নিয়াজীর আত্নসমর্পনের দলিলের স্বাক্ষরদানের কয়েকঘন্টার ব্রাকেটে বন্ধী করা হবে। সবকিছুতে কর্পোরেটদের অবাধ অধিকার, অলিখিত কপিরাইট। মহান একুশে, স্বাধীনতা দিবস আর বিজয় দিবস চ্যানেল আইয়ের কল্যাণে কেকা ফেরদৌসীর রান্নার রেসিপি প্রর্দশনের উপলক্ষ্যে পরিণত হয়েছে।

রান্নার রেসিপির মাধ্যমে এই মহত অর্জনগুলোর প্রতি কি প্রকাশ করা হয় তা চ্যানেল আই কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। যে মা তার সন্তানকে হারিয়েছেন তিনি বসে বসে দেখবেন দেশবিদেশের রান্না। তিনি দেখবেন এটিএন-এ ইভা রহমানের নিজেকে ব্রান্ডিং করার সংগীতানুষ্ঠান। তরুনরা এই দিবসগুলিতে ছুটি কাটাবে আর বিভিন্ন অনুষ্ঠানে শুনবে গালভরা বক্তৃতা আর সংগীতের নামে বাদ্যযন্ত্রের উৎপাত। গত কয়েক বছরে ঢাকা শহরে বিজয় দিবস উদযাপন মানে জোরে জোরে হিন্দী গান বাজানোর পরব।

নতুন প্রজন্মকে কর্পোরেট বাস্তবতা শিখাতে হবে। তাদের ভিতরে এই চেতনা জাগানো যাবেনা যে, এই দেশের আশিভাগ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে। তারা নিত্যদিন খেতে পায়না। তারা বৃষ্টিতে ভিঁজে, শীতে কাঁপে। তাদের জন্য মৌসুমী সাহায্য নয় দরকার দীর্ঘমেয়দী পরিকল্পনার বাস্তবায়ন।

নতুন প্রজন্মকে বলতে হবে ত্বক ফর্সা করা ক্রীম মাখো। যদি তা না মাখ তবে সাফল্য সূদর পরাহত। আফটার শেভ লোশন না মাখলে নারীরা আকৃষ্ট হবেনা। বডি স্প্রে মাখলে তোমার প্রেমিকা লেপ্টে থাকবে তোমার দেহের সাথে। সাফল্যের জন্য খাও বোতলাজাত পুষ্টিকর খাবার।

রাত জেগে যদি মোবাইল ফোনে কথাই না বলো তবে কি প্রেম করো বলো!! বালিকা, তোমার ত্বকের রং কালো, তুমি বেঁচে আছো কি ভাবে!! সুন্দরী এবং স্মার্ট হতে হলে ত্বক সাদা হতে হবে। চুলে মাখতে হবে শ্যাম্পু। তোমার ঋতুকালীন সময়ে যদি কর্পোরেটদের প্যাড না পড়ো তবে ঘোর বিপদ। তোমার আর্থিক সংগতি কম। সমস্যা নেই তোমার জন্য আছে মিনি প্যাক।

এই সব গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে তুমি কেন কর্মসংস্থান, শিক্ষাব্যবস্থা, খাদ্য, বস্ত্র আর বাসস্থান নিয়ে ভাববে। যাদের এসব নেই তাদের নিয়ে কর্পোরেটরা ভাবেনা, তোমাদেরও ভাবতে হবেনা। এইসব বিষয়ে ভাবা নেতাদের আর বিদেশী দাতাদের কাজ। হে তরুন, হে নতুন প্রজন্ম তোমদের নিজেদের ইতিহাস সম্পর্কে জানার দরকার নেই, নিজেদের সফলভাবে গড়ে তোলার দরকার নেই। তোমরা ক্রীম মেখে ফর্সা হও, এনার্জী ড্রিংক খেয়ে শক্তিশালী হও।

তোমরা মোবাইল ফোনে কাছে থাকো আর ক্যাম্পফায়ারে শোনো বাংলা লিংকের জাগরনের গান। বডি স্প্রে মেখে জড়িয়ে রাখো শরীরে শরীর। তোমরা গড়ে ওঠো ভোক্তা হিসেবে। কর্পোরেটরা তাদের পন্য কিনবার জন্য বিভিন্ন কৌশলে তোমাদের প্রস্তুত করছে। তোমরা প্রস্তুত হও।

এক্ষেত্রে কেউ তোমদের উপহাস করবে না, পথ দেখাবে না। তোমাদের অজান্তে তোমদের এই মগজ ধোলাইয়ের বিরুদ্ধে সুশীল সমাজ আর বিজ্ঞ বুদ্ধিজীবিরা, প্রচার মাধ্যম আর নৈতিকতা বিক্রির ফেরিওয়ালারা, সালাহউদ্দীন কাদের চৌধুরী আর শাহারিয়ার কবিররা কোন আপত্তি করবেননা। কর্পোরেটদের কর্মকান্ডে তারা তৃপ্ত শামুকের মত মুখ লুকিয়ে রাখবেন। কারণ কখন কোন ফায়দা লোটা যায় কে জানে!! আমার আড়াই বছর বয়সী সন্তান মুমিত ঘুমাচ্ছে। ওর গায়ে জ্বর ।

ওর দিকে তাকিয়ে ভাবছি ভবিষ্যত। আমার চৌত্রিশ বছর বয়সী চোখ দিয়ে চারদিকে দেখি নিজের ভিতর মুখ গুটিয়ে রাখা কতিপয় বুদ্ধিমান তৃপ্ত শামুক আর সুশীল নামের কতিপয় বেলাজ ভাম। বাবা তোর নিষ্পাপ চোখে কি দেখিস তুই, কর্পোরেটরা তোকেও পুতুল বানাবে। দিনে দিনে তুইও মানুষ থেকে ভোক্তা হয়ে উঠবি। কারন কর্পোরেটদের প্রয়োজন ভোক্তা, মানুষ নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।