আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যপ্রযুক্তিতে সমঝোতা স্মারক

সমঝোতা স্মারকে বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লি.-এর পক্ষে চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ এবং গেজিলি ইনফরমেশন প্রা: লি: এর পক্ষে উৎপল দাস স্বাক্ষর করেন।
স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, সহ-সভাপতি মো. মঈনুল ইসলাম, মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক মো. ফয়েজউল্যাহ খান, এ.টি.শফিক উদ্দিন আহমেদ, মজিবুর রহমান স্বপন, বেসিসের সভাপতি ফাহিম মাশরুর, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবীর, কনফেডারেশন্স অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের পরিচালক মিস অরুনিমা শর্মা, আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার (বিডি) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এস. কবীর আহমেদসহ সফররত ভারতীয় প্রতিনধিদলের সদস্যরা ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সমঝোতা স্মারক স্বাক্ষরকারীদেরকে স্বাগত জানান বাংলাদেশ সরকারের আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (ইকোনমিক এন্ড প্রজেক্ট) আর. মাসাকুই এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার ।
স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও বাড়বে বলে আশা করেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।