আমাদের কথা খুঁজে নিন

   

আউটসোর্সিং অফ জোক্‌স

জীবনকে দেখছি প্রতিদিন, প্রতিমুহুর্তে, প্রতিটা বাঁক থেকে। ।

কয়দিন আগে আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড ফেইসবুকে একটা লিংক পোস্ট করেছিল। পোস্টটা তেমন কিছুনা, একজন ভারতীয় বাঙ্গালীর কমেডি। আমার লেখার মুল পয়েন্ট কোন কমেডিয়ানের কৃত্তি প্রচার করা নয়।

ওখানে পাপা সি যে, একটা কথা বলেছিল যে তাদের কমেডিও এখন বিদেশে পাচার হয়। ভিখারি রাস্তায় বসে চালায় কল সেন্টার। আমার কথা গুলোর কারন শুধু এতটুকুই বলা যে, তাদের কাছে আজ অনেক আছে বডাই করার। শুধুমাত্র আইটি সেক্টরে উন্নতিই আজ তদের পরিচয় এনে দিয়েছে নতুন ভাবে। তাদের ছেলেরা নির্ভয়ে বলতে পারে...আই এম গোইং ব্যাক টু ইন্ডিয়া আফটার মাই ডিগ্রী।

। কিন্তু আমি পারিনা। । যখনি ভাবি চলে যাব...এক প্রচন্ড অনিশ্চয়তা ভর করে আমার মানসপটে। ।

বাবা মায়েরও একি কথা...কি করবি দেশে এসে? আমি উত্তর চাই...!!! কেন আমি ওদের সামনে মাথা উচু করে বলতে পারিনা আমিও যাচ্ছি ফিরে? এটা কি শুধুই আমার হীনমন্যতা? কি করে বলি, এটা হীনমন্যতা? যখন আমি একটা দিনও মাকে কল না করে থাকতে পারিনা। । একাকিত্ব যখন আমার নিত্ব দিনের সাথী। । দেশের এতটুকু খারাপ খবর যখন আমার অস্তিত্বকে নাডা দেয়।

। আমি শুধু জানতে চাই ...কারা দায়ী...?? কারা তৈরি করে রেখেছে এই অনিশ্চয়তা?? কেন আমার এইচ এস সি পরীক্ষার্থী ভাইকে ঢাকা ছাড়তে হল । । ?? জানি উত্তর নেই কারো কাছে। ।

আমার এ আত্বনাদ বাতাসে ঘুরপাক খেয়ে হারিয়ে যাবে। । এশুধু আমার নয় বিদেশে পড়ে থাকা লক্ষ বাংলাদেশী ছাত্রের। কার কি আসে যায়?? রাজনৈ্তিকরা ব্যাস্ত নামের প্রতিযোগিতায়,সুশীলরা আজ বিক্রীত পন্য, মিডিয়া গ্লোবাল পলিটিক্স এর দখলে। তার উপর ফার্স্ট ওয়ার্ল্ড এর ব্রেইন ড্রেইন পলিসি।

মেধাশুন্য করার এই পুরাতন পলিসি এখন তাদের অর্থনৈ্তিক মন্দার প্রধান হাতিয়ার। সামুকে ধন্যবাদ দেই আমার মত একটা আযোগ্য ছাত্রের আত্বচিৎকার করার সুযোগ দেয়ায়। যদিও জানি এই আত্বচিৎকার সামুর কাদা ছিটক লেখকদের কোনভাবে উপকারে আসবেনা। আর কর্তাবাবুদেরতো প্রশ্নই আসেনা। এখানে রাজাকার আর দালাল বিষয়ক লেখার বাজার ভাল।

। । তবু, আর দশটা ছাত্রের মত আমারো শুধু একটাই আশা--- একদিন সব ঠিক হবে। । আসবে নতুন দিন, কেউ এসে করবে এই বন্ধীদশার অবসান।

। জানি, আমার প্রতিটা কথা প্রমান করে আমি এক পরাজিত কাপুরুষ। । বসে আছি কারো অপেক্ষায়, কিন্তু আগেই বলেছি আমি একা নয়!!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.