ami amar na
আপত্তি সত্ত্বেও তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। হোয়াইট হাউসে দালাই লামকে আমন্ত্রণ জানানোর ফলে চীন-মার্কিন সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত হবে বলে ইতিমধ্যেই দেশটি সতর্ক করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও দাবি করেছে দেশটি।
বেইজিংয়ের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়েং জিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওসু বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ আচরণ চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মকভাবে হস্তক্ষেপের শামিল।
তাছাড়া এতে চীনা জনগণের জাতীয় অনুভূতিতেও আঘাত করেছে। ’
‘দালাই লামার সঙ্গে ওবামার বৈঠক মৌলিক আন্তর্জাতিক আইনের মারাত্মক লংঘন। ’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ওই বৈঠকের প্রতিবাদ জানাতে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।
চীন মনে করে, বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে কোন দেশের পররাষ্ট্র বিষয়ক বৈঠক চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ওমাবা ও তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা এক বৈঠকে মিলিত হন।
যুক্তরাষ্ট্র অবশ্য চীনের আপত্তি নাকচ করে দিয়ে এই বৈঠককে ব্যক্তিগত সাক্ষাৎ বলে দাবি করেছে। যদিও বৈঠকে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল সীমাবদ্ধ।
উল্লেখ্য, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তে সাম্প্র্রতিক সময়ে চীন-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মধ্যে দালাই লামার সঙ্গে ওবামার বৈঠক দুই পরাশক্তির মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।