আমাদের কথা খুঁজে নিন

   

ফাইল বা ফোল্ডার এর হিডেন এট্রিবিউট ঠিক করা।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার।

ভাইরাস আক্রমনের কারণে অনেক সময় ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে যায়। ফোল্ডার অপশন এর Show hidden files & folders এবং Hide protected operating system files (Recommended) হতে ফাইল বা ফোল্ডারটি দেখা গেলেও hidden অপশনটি disable হয়ে থাকার কারণে তা আর নরমাল অবস্থায় আনা যায় না। Hidden অপশনটি এনাবল করার জন্য Command prompt এ লিখুন attrib –H –S C:\path\to\your\file.name, এখানে আপনার ফাইলটি পাথ সহকারে দিবেন। একটি ফোল্ডার এর অধীনে অনেকগুলো ফাইল থাকলে ফাইল নেম এ লিখতে হবে *.* তাহলে সব ফাইল একসাথে ঠিক হবে।

তবে যদি আপনি একাধিক ফোল্ডার সহ ফাইল এর এট্রিবিউট ঠিক করতে চান তাহলে আপনাকে Attribute Changer সহায়তা নিতে হবে। এটা একটা টুলকিট। এই টুলকিট টা http://tinyurl.com/as-attrib হতে ডাউনলোড করা যাবে। ব্লু -স্কিন এরর এড়ানোর জন্য এই টুলকিট ইন্সটল করার আগে সাথে দেয়া উইন্ডোজ আপডেটটা চালাতে হবে, তারপর টুলকিট ইন্সটল করতে হবে। যে ফাইল বা ফোল্ডারটির এট্রিবিউট ঠিক করতে চান তার উপর মাউস এর রাইট কিল করে Change attributes সিলেক্ট করতে হবে।

এবার ফাইল প্রোপারটিজ এবং ফোল্ডার প্রোপারটিজ হতে hidden তুলে দিতে হবে এবং Recurse folders এ টিক দিতে হবে। এবার Apply বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ। আপনার সব ফাইল এবং ফোল্ডার এর hidden অপশন এনাবল হয়ে যাবে এবং নরমাল ভিউ পাওয়া যাবে। Attribute Changes.... সংকলনঃ http://sobkichu.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.