আমাদের কথা খুঁজে নিন

   

ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান দূর্নীতির দায়ে অপসারিত

কাউকে উপকার করো না, তাহলে সে অপকার করতে পারবে না। আব্দুর রাজ্জাক, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানুকে দূর্নীতির দায়ে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল¯œী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখা হতে উপসচিব মোঃ সবুর হোসেন স্বাÍগরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ অপসারণ করা হয়। বুধবার উপজেলা চেয়ারম্যানের অপসারণের সংবাদ ছড়িয়ে পড়লে অফিস, হোটেল, চায়ের দোকানসহ সর্বত্র তার পÍেগ বিপÍেগ শুর¤œ হয় নানা আলোচনা ও সমালোচনা। জানা যায়, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শামছুল হক তালুকদার ছানু ২০১১ সালের জুন মাসে উপজেলা পরিষদের কার্যবিবরণী, জুলাই মাসে সংশোধনী না এনে এবং উপজেলা পরিষদ সদস্যদের অনুমোদন না নিয়ে জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে দ্বিতীয় কার্যবিবরণী তৈরি করে গাবসারা ইউনিয়নের চর চন্দনী হাটে মাটি ভরাট, গোবিন্দাসী হাই স্কুলের হলর¤œমের অবশিষ্ট কাজ বা¯ত্মবায়ন, লোকমান ফকির মহিলা কলেজের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও ভূঞাপুর উপজেলার ৪টি সীমানা আরসিসি চিহ্ন স্থাপনের জন্য প্রায় ১৬ লাখ টাকার ৪টি প্রকল্প গ্রহণ করে।

আর এ সব প্রকল্পের কাজ তার পছন্দের ঠিকাদারদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় এক ঠিকাদার এ অনিয়ম সম্পর্কে স্থানীয় সরকার, পল¯œী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন। গঠন করা একাধিক তদšত্ম কমিটি। তদšত্ম কমিটির প্রতিবেদনে তার অনিয়মের বিষয়টি উঠে আসে। মন্ত্রণালয়ের ব্যক্তিগত শুনানিতেও তার বির¤œদ্ধে আনীত অভিযোগ তিনি খ-ন করতে পারেননি।

এদিকে ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানুর বির¤œদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার, পল¯œী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখা হতে উপসচিব মোঃ সবুর হোসেন স্বাÍগরিত প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩(১)(গ) ধারায় দোষী সাব্য¯ত্ম করা হয় এবং একই আইনের ১৩(২) ধারা অনুসারে তাকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। এদিকে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় এবং নতুন চেয়ারম্যান কার্যাভার গ্রহণ না করা পর্যšত্ম পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারকে অস্থায়ী চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক Íগমতা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা চেয়ারম্যানের অপসারণের সংবাদ ছড়িয়ে পড়লে দিনব্যাপি অফিস, হোটেল, চায়ের দোকানসহ সর্বত্র তার পÍেগ বিপÍেগ শুর¤œ হয় নানা আলোচনা ও সমালোচনা। উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানু মঙ্গলবার তাকে অপসারণের সংবাদ পেয়েই অবৈধভাবে উপজেলা পরিষদের সরকারি গাড়িটি নিয়ে তদবির করতে চলে গেছেন ঢাকায়। বুধবার তার বাসা এবং উপজেলা পরিষদ চত্ত্বরের কোথাও গাড়িটি পাওয়া যায় নি।

এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অপসারণের পর শামছুল হক তালুকদার ছানু সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন কিনা জানতে তার মোবাইল ফোনে বার বার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ির ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান বলেন, ‘গাড়িটি গ্যারেজে নেই। উপজেলা চেয়ারম্যান গতকাল (মঙ্গলবার) গাড়িটি নিয়ে গেছেন, আজও ফেরত দেননি। ’ ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানুর অপসারণের বিষয়টি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা নিশ্চিত করেছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।