আমাদের কথা খুঁজে নিন

   

* ‘আমি অন্যায়ের প্রতিবাদ করি, তাই আমার এতো শত্রু’

www.nationalnews.com.bd

ফেনী নয়,এবার ঢাকার রাজনীতিতে সক্রিয় হতে চান বিতর্কিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী। আওয়ামী লীগের রাজনীতিতে বড় কোনো পদের আশায় আছেন হাজারী। বড় পদ পেলে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে নতুন মাত্রা দিতে পারবেন বলে মনে করেন তিনি। সেই আত্মবিশ্বাসও তার আছে বলে জানান। নিউজভিশনের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বেশিরভাগই মিথ্যে ও বানোয়াট বলে দাবী করেন জয়নাল হাজারী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ, অসংখ্য মিথ্যাচার। আমি অন্যায়ের প্রতিবাদ করি, তাই আমার এতো শত্রু। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, হচ্ছে। দেশে আইন-আদালত আছে।

আমি দোষী হলে সেখানে আমার বিচার হবে। আমি এখন ফেনীতে নেই। কিন্তু ফেনীতে এখন কী হচ্ছে। যার যা ইচ্ছা তাই করছে। এই সেদিনও একজনের হাত কেটে নেওয়া হলো।

চাঁদাবাজি, খুন, টেন্ডারবাজি চলছে হরদম। কিন্তু আমার বেলায়ই মিডিয়াগুলো উল্টাপাল্টা সংবাদ প্রচার-প্রকাশ করেছে। ’ জামায়াতের সাথে এরশাদের আদর্শগত মিল আছে উল্লেখ করে জয়নাল হাজারী বলেন, এরশাদের ৯ বছরের শাসনামলে তিনি বঙ্গবন্ধুর হত্যকারীদের বিচার করেন নি। কারণ তার সাথে জামায়াতের আদর্শগত মিল রয়েছে। বিএনপির শাসনামলেও বিচার হয় নি।

উল্টো খুনীদের শেল্টার দিয়েছে তারা। আর আমাদের আমলে কিছু ভুল ও দুর্বলতার কারণে তাদের ফাঁসি দেয়া যায় নি। তবে দেরিতে হলেও বঙ্গবন্ধুর খুনীদের বিচারের রায় কার্যকর হওয়ায় আমি আনন্দিত। এদেশে খুনীদের দাফন করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটা খুব দুঃখজনক। আমার সুযোগ হলে আমি তাদেরকে বাংলার মাটি থেকে উঠিয়ে নিয়ে পাকিস্থানের মাটিতে পুতে আসবো।

বর্তমান সময়ের ব্যস্ততা প্রসঙ্গে হাজারী বলেন, আমি ঢাকার রাজনীতিতে কাজ শুরু করেছি। আমাকে যদি ঢাকায় বড় কোনো পদে দিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয় তাহলে আমি আওয়ামী লীগকে আরো সংগঠিত করতে পারবো বলে বিশ্বাস করি। ফেনীতো দক্ষিণাঞ্চলের এক কোণায় পড়ে আছে। যে কারণে সেখানে থেকে রাজনীতি করলে জাতীয় পর্যায়ে অবদান রাখা কঠিন হয়ে পড়বে। তাই দলীয়ভাবে ঢাকায় কাজ করার সুযোগ পেলে ভালো করার আত্মবিশ্বাস আমার আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।