আমাদের কথা খুঁজে নিন

   

রক্তের বিনীময়ে বাংলা ভাষা , হে আমার একুশ (২১)

"সোনার বাংলা রূপোর পালে ব্লগের হাওয়া লাগলো বলে, ঘুচল শিকল মুক্ত পাখির ফুটল বুলি যন্ত্রজালে।"

শুনেছি তুমি পলাশ ফুলে লুকিয়ে ছিলে অবাক সবার হৃদয় জুড়ে সকল পাওনা চুকিয়ে দিলে। বিষন্ন সব ক্লান্ত প্রাণে শোর উঠেছে শোর উঠেছে প্রাণের ঘরে বাংলা চাই বাংলা তুমি চাইলে বুঝি প্রানের দাম কয়েকটি প্রান ঝড়িয়ে তোমায় পেলাম তাই। পেলাম তোমায় খুবই বুঝি আপন করে শহীদ মোদের ভাইয়ের দেহ দাফন করে। ঘোর লাগা সেই দুপুর মাখা একুশ কত এলো গেল তার পরেও হিসেব খুলি সত্যিকারে কি সে পেলো? পিচ ঢালা পথ চলছে একাই সময় নামক যন্ত্রণাতে কার খোঁজ ই কে রাখবে বলো?? সবাই ব্যাকুল মন্ত্রনাতে। একুশ আসে, যায় কতো ফের অসুস্থ এই দিনগুলোতে সেই ইতিহাস চমকায় আজো পুরোনো সেই ক্ষীণ ধুলোতে। রক্ত গড়ায় পলাশ ছিঁড়ে কৃষ্ণচূড়ার খুন ঝরে দিনে দিনে সমাজ থেকে সত্য বলার গুন ঝরে। একুশ তোমায় শিখিয়েছিলো বজ্র কন্ঠে চিতকারে সেই সে আওয়াজ যে আওয়াজে জালিম শাহীর নিদকারে একুশ গেলো আজ সারাদিন একুশই ছিলো রাত্রিদিন একুশ দিলো নব প্রত্যয় গড়বো স্বদেশ শংকাহীন। কল্যানেরই পথ ধরে আজ হাটবো সবাই ক্লান্তিহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.