আমাদের কথা খুঁজে নিন

   

‘গুগল এডসেন্স’ নিয়ে লেখে যদি Honey Moon Period পেয়ে যাই



কাল একটা ব্লগ রিভিউ লিখেছিলাম আজ যেন আমি সেই পোষ্টটিকে Honey Moon এ নিয়ে যেতে পারি। আপনারা দোয়া করলে হতে পারে আর কি। দোআ’র অনেক ফজিলত। কি কিছু বুঝলেন নাতো। নাকি বুঝে গেছেন? বুঝলে ভাল না বুঝলে আরো বেশী ভাল।

এখন বলি কখনও কখনও কোনো একটি ওয়েবসাইট কিংবা ওয়েবসাইটের কোনো পেজ হঠাৎ করেই প্রথম পাতায় চলে আসতে পারে। অথচ তার এমন ফলাফল তার মোটেই কাম্য নয়। সেই অবস্থাকে Google Honey Moon Period বলে। কি মজা তাই না। গুগুল মামা কত ভাল।

কষ্ট ছাড়াই পেজ রেন্ক ১ বানিয়ে দিতে পারে। এক্ষেত্রে কিছুদিন পর কিংবা পরের দিনই পেজটি প্রথম পাতা থেকে হাওয়া হয়ে উড়াল দিবে, ফাও পাইলে যা হয় আরকি । তাই এমনটি হলে আমি কালকের জন্য খুশি হলেও আপনাদের কিন্তু মোটেই খুশি হওয়ার কিছু কারণ নাই। বরং সার্চ ইন্জিন অপটিমাইজেশনের দিকে মনোযোগ দিন, যাতে ফলাফলটি যেন প্রথম পাতা থেকে সরে গেলেও পুরোপুরি উধাও না হয়ে যায়। মনে রাখবেন, এটা কোনো শাস্তিও না আবার কোন পুরস্কারও নয়।

এটা রেংকিংএ ভুল হবার কারনে হতে পারে। আমার গুগল এডসেন্স বিষয়ক পোষ্টটি কাল Honey Moon এ যাবে বলে আশা রাখি। আপনারা কি বলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.