আমাদের কথা খুঁজে নিন

   

হউরে কইছে হালার ভাই, আনন্দের আর সীমা নাই, সত্যান্বেষীর ব্যান চাই, আমি মোহাম্মদ বিলাই

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র

প্রশ্নঃ তোমার হাতে ঐডা কি? উত্তরঃ মোহাম্মদ বিলাই/ মোহাম্মদ কদু এমুন ধরণের কৌতুক ছোটকাল থেইকা কম শুনি নাই, পড়ছিও অনেক যায়গায়। কিন্তু, ঘটনা হইলো এই মোহাম্মদ বিলাইয়ের লাইগা আলপিন বন্ধ হইলো তত্বাবধায়ক সরকারের আমলে। কেন? এর আগে যখন বহু যায়গায় ছাপাইছে, বহুত মানুষ কইছে, তখন কি হইছিলো? এইটাযে মুসলমানের ধর্মিয় অনুভুতিতে আঘাত দেওয়ার মতো জিনিস তা আগে কেউ বুঝে নাই, বুঝলো যখন কেউ সুরটা তুইলা দিলো। হুজুগের একটা দাম আছেনা, হুজুগ হইলো হুজুর, বউয়ের বাপ হউর। হউরে যদি কয় শালার ভাই, তাইলে তো আনন্দের আর সীমা নাই।

আর এই কারনেই হঠাৎ কইরা ছামুর ফ্রন্ট পেজ ঝাক ঝাক মশার মতো ছাইয়া গেছে, "সত্যান্বেষীর ব্যান চাই। কেন? কারন, হউরে কইছে, সত্বান্বেষী আল্লাহর নামে খারাপ কথা কইছে, আল্লাহরে বলদ কইছে। তাইতো, এত্ত বড় কথা। আল্লাহরে কয় বলদ। মহাশক্তিমান, সর্বজ্ঞ আল্লাহরে কয় বলদ।

ঠাডা পরুক সত্যান্বেষীর মাতায়। এইবার দেখি সত্বান্বেষী কি বলছে- ইকটু ভালা কইরা পড়ি। এইখানে তো সত্যান্বেষী কোন স্বর্বশক্তিমান, সর্বজ্ঞ আল্লাহরে বলদ কয় নাই। বলদ কইছে সেই আল্লাহরে যেই আল্লাহ আরবী ছাড়া কোন ভাষা জানেনা, যেই আল্লাহ গাছের মইধ্যে, মাছের মইধ্যে নিজের অস্তিত্বের প্রমাণ প্রকাশ করে। এখন কতা হইলো, মুসলমানের আল্লাহ কি এমুন আল্লাহ? যদি মুসলমানের আল্লাহ এমুন আল্লাহ না হইয়া থাকে তাইলে সত্বান্বেষীর উপরে চ্যাতার কি দরকার।

চ্যাতা দরকার তো এইসব পোস্টের বিরুদ্ধে যেইসব পোস্ট গাছ আর মাছ দিয়া আল্লাহর অস্তিত্ব প্রমান করতে চায়, দুর্বল, হাস্যকর মাযেজা দিয়া দুর্বল, হাস্যকর আর অসম্পুর্ণ এক আল্লাহর রূপ প্রকাশ করে। এই পোস্ট টা Click This Link করছে ব্যান তো বরং তার চাওয়া উচিত। এইরকম পোস্ট যারা করে তারা একদিকে কুসংস্কার ছড়ায় অন্যদিকে আল্লাহর অস্তিত্ব নিয়া যাদের সন্দেহ আছে তাগোরে আরো অবিশ্বাসী বানায়। এইসব ব্লগার গো ব্যান চাই তাই সবার আগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।