আমাদের কথা খুঁজে নিন

   

একুশের অনেক কবিতার ভিড়ে এই কবিতা চোখে পড়বেনা হ্য়তো, তবুও আমি খুশি ! একুশ নিয়ে অন্তত একটা কবিতা তো লিখতে পারলাম!

এখন যেখানে লিখি : http://shorob.com/author/yaad/

একুশ শস্ত্রভৃতেরা দাঁড়ায়ে যেন শাকুনিক, আসছে এগিয়ে নির্ভীক বাংলা সৈনিক দাবি একটাই, "রাষ্ট্রভাষা বাংলা চাই!" দোর্দন্ড প্রতাপের হুঙ্কার অসহায় মায়ের অধিকারে হস্তক্ষেপ যেথায়। তুলে দাও অদ্রি-গিরি তাদের সামনে তবুও তারা আসবে ঐ স্লোগান নিয়ে। এই ভাষায় শিখছি 'মা' বলে ডাকতে, তাকে বুঝি কেড়ে নেবে জীবন থাকতে!! আজ যদি চলে যায় জীবন হাজার তবু রবে 'বাংলা' এই প্রাণেতে আমার আইন ভেঙ্গে তাইতো ছাত্ররা হাজির মৃত্যুকে গলে নিতে আজ তারা অধীর । তিরোধিত, তবু তারা রেখে গেছে নজির। [এই কবিতা লেখার সময় আমার মাথায় মধুসূদন এর ভূত ছিলো। তাই যথারীতি কবিতার ১৪ টি লাইন আর প্রতি লাইন এ ১৪ অক্ষর ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।