আমাদের কথা খুঁজে নিন

   

গুগল এডসেন্স বিষয়ক হাসান ভাইয়ের ব্লগের দুঃসাহসী রিভিউ



গুগল এডসেন্স সম্পর্কে প্রথম জানতে পারি ২০০৫ সালের দিকে। বন্ধুর কাজ থেকে জেনে স্বপ্ন দেখা শুরু করি। কাড়ি কাড়ি ডলার জমা হচ্ছে আমার ব্যাংক একাউন্টে। অনেক কষ্ট করে তৈরি করে ফেলি একটা কুৎসিত দর্শন একটি সাইট। বসাই এডসেন্স কোড।

শুরু হয় আমার স্বপ্নের ডানা মেলা। দিনে ২০/২৫ বার লগইন আর লগ আউট করে অনর্থক নষ্ট করতে থাকি গুগল এডসেন্স সাইটের ব্যান্ডউইথ। বন্ধুদের কম্পিউটার থেকে দিনে দুই তিনটা ক্লিক করে জমিয়ে ফেলি ২৫ ডলারের মত। সস স্বপ্নই ভাঙ্গে। আমার টাও ভাঙ্গে ২০ দিন না যেতেই।

একাউন্ট ব্যান হয়ে যায় Invalid click করার কারণে। কিছুদিন পর শুরু করলাম গুগল এডসেন্স বিষয়ক আমার দ্বিতীয় অভিযান এবং যথারীতি আরেকটা ব্যর্থ প্রচেষ্টা। এর পর হাল ছেড়ে দেই। বিদায় জানাই গুগল এডসেন্সকে। হাসান ভাই য়ের খোঁজ পাই ২০০৯ সালের প্রথম দিকে বাংলা কমিউনিটি ব্লগে।

প্রথম দিকে মনে করেছিলাম ইনিও মনে হয় নতুন নতুন গুগল এডসেন্স চিনেছেন। কয়েকদিন পর হাল ছেড়ে দিবেন। পোষ্টগুলো ততটা ভাল করে পড়তাম্না। একদিন কি মনে করে যেন ওনার বাংলা ব্লগে যাই। শুরু হয় আমার নতুন স্বপ্ন।

বারবার পড়ে বুঝতে পারি কিছিল আমার ভুল। কয়েকদিনের মধ্যে হয়ে যাই হাসান ভাইয়ের ফ্যান। আবার শুরু করেছি আমার গুগল এডসেন্স অভিযান। তবে এইবার মনে হয় আর অসফল হব না। হাসান ভাইয়ের ব্লগ রিভিউ করার যোগ্যতা আমার নাই।

শুধু বলব ভালো থাকবেন হাসান ভাই আর বর্ষ্পূর্তির অভিনন্দন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.