আমাদের কথা খুঁজে নিন

   

লিঙ্গ-বৈষম্য-লিঙ্গান্তর



নারী শাসিত সমাজে পুরুষরাই বেশি নীর্যাতিত নাকি নারীরা ? এর উত্তর কে দেবে? নারীবাদীরা অবশ্যই নারীদের নির্যাতন নিয়ে হৈচৈ করবেই কিন্তু দলিত পুরুষ সমাজের পক্ষে কথা বলার কেউ কি থাকবে না ?না তাও আছে । আসলে আমাদের সমস্যা টা অন্য খানে । আমরা লিঙ্গ বুঝিনা । আমরা শুধু বৈষম্য টুকুই বুঝি । আমাদের মুল সমস্যাটা তাই লিঙ্গান্তরে ।

পরীক্ষায় বাংলা ব্যাকরনের সাজেশন দিতে দিয়ে মিক্সক যদি বলেন লিঙ্গ নিয়ে একটু নাড়াচাড়া করিস, ধাতু আসিতেও পারে । ব্যাস আমাদের হয়ে যায় । কি শুনলাম রে । আসলে আর একটু পজিটিভ দৃস্টিভঙ্গি দরকার । মেয়েদের আলোচনার বিসয় যদি এরকম হয় পুরুষরা কি নিয়ে আলোচনা করে?আরেকটি মেয়ে যদি উত্তর দেয় আমরা যা নিয়ে আলোচনা কার ওরাও তাই নিয়ে আলোচনা করে ।

ব্যস হাসতে হাসতে বলে ফেলবে পুরুষরা কি খারাপ ! রাস্তায় দাঁড়ানো কোনো মেয়ের দিকে কেউ তাকাবেনা ব্যস মেয়েটার মনে েখদ দাঁড়িয়ে যাবে কেউ আমার দিকে তাকালো না । এরপরই শুরু হবে তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টাটা । আর কোনো মেয়ে যদি এরকম করে ছপুরুষের অহমে ঘা রেগে যায় । শুরু করে নানা রকম মানসিক অত্যাচার । আসরে এই সমস্যা টা আমাদের মনের লিঙ্গ বিষয়ক ধারণার ।

আমাদের উচিৎ সচেতনতা বাড়িয়ে লিঙ্গ বৈষম্য দূর করা । আমরা লিঙ্গ নিয়ে না ভেবে লিঙ্গান্তর (লিঙ্গ+ অন্তর) নিয়ে ভাবতে পারি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।