আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম মেহেদীর অপেক্ষায়.........মুলঃ হারুন ইয়াহিয়া (পর্বঃ৭)

। । ..জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে,ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে.। । আজকের পোস্টে ইমাম মেহেদীর আগমন সংক্রান্ত মহাজাগতিক আলামতসমুহের মধ্যে একটি আলামত বর্ণনা করব ইনশাআল্লাহ্‌।

সম্মানিত পাঠকদের জন্য আগের পোস্টগুলোর লিংক নিচে দেওয়া হল। আগের পর্বসমূহ মহাজাগতিক আলামত রমজানমাসেচন্দ্রএবংসূর্যগ্রহনহওয়া। ধূমকেতুরউদ্ভব। পূর্বদিগন্তেআলোকঝলকানি। দুইলেজবিশিষ্টধূমকেতুরআগমন।

মহাকাশেহাতেরআকৃতিরউদ্ভব। সূর্যেআলামতেরপ্রকাশ। ইমাম মেহেদীর অপেক্ষায়ঃ সূর্যেআলামতেরপ্রকাশ তিনি (ইমাম মেহেদী) ততক্ষণ আবির্ভূত হবেন না যতক্ষণ না পর্যন্ত সূর্য থেকে আলামতের প্রকাশ ঘটে। ((ইবনে হাযার আল হাইতামী, আল- কাওয়াল আল মুখতাসার ফি আলামাত আল মেহদী আল মুন্তাধার, পৃঃ ৪৯) সূর্য যতক্ষণ না আলামত হিসাবে উদিত হবে, তিনি আবির্ভূত হবেন না (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আল জামানা, পৃঃ৩৩) এই শেষ জামানাতে প্রযুক্তির উন্নতির কারণে আমারা সূর্যে ঘটে যাওয়া বিস্ফোরণ সমূহ সম্পরকে জানতে পারছি। এখানে উল্লেখ্য আগের শতাব্দীগুলোতেও সূর্যে বিস্ফোরণ হয়েছে কিন্তু সে সম্পর্কে কিছু জানা যায়নি, যা কিছু সব এই সময়েই জানা সম্ভব হচ্ছে এখান থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে, যেহেতু এই আলামতগুলো এই সময়ের মানুষেরই জানা দরকার যে কারণে মানুষ এখন জানতে পারছে মহান আল্লাহ্‌র ইচ্ছায়।

লিংক ১৯৯৯ সালের ১১ অগাস্ট ঘটে যাওয়া পূর্ণ সূর্য গ্রহন সূর্য থেকে প্রকাশিত অন্যতম আলামত। কারণ এই সূর্য গ্রহন সারা পৃথিবীর ৩৫ কোটিরও বেশি মানুষ একসাথে পর্যবেক্ষণ করে, এত মানুষের পর্যবেক্ষণ ইতিহাসে সেবার ই প্রথম। লিংক “আল্লাহ যথার্থরূপে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন। এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্যে। ” সুরাঃ আনকাবুত আয়াতঃ ৪৪ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৮৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.