আমাদের কথা খুঁজে নিন

   

আবু বকর ও আমার খুনি কে বলছিঃ কাকে খুন করতে যাচ্ছো?? শত্রুকে?? নাকি বন্ধুকে??

চলো আবার সবুজ গড়ি
প্রিয় খুনি আশা করি ইতিহাসের শুকনো খয়েরী রঙের বিবর্ণ পাতায় নিজের কৃতকর্মের বোঝা বহন করে পৃথিবীর উত্তাল সময়গুলো বেশ ভালোভাবেই উপভোগ করছো। আমার কথা?? আমি সকল সময়ই ভালো আছি। ভাবছি আজ তোমাকে একটা কথা বলবো। তুমি যাকে খুন করেছ তাকে কি চেনো? জানো তার রক্তে শিরায় শিরায় কি আছে?? তার বুকের ঘরে কি আছে? কেউ তোমাকে প্রলুব্ধ করলো আর তাতেই তুমি রাজি হয়ে গেলে?? সেই বুকে ছিলো বাবা মায়ের মুখে হাসি ফোটানোর দৃঢ় প্রতিশ্রুতি। ছোট বোনটার জন্য একটি ফুলেল আগামী।

কোনো অচেনা দেশের খুব সাধারন একজন প্রিয় মানবী... আরো কতো জোছনা রাত... ভাল ছেলে বলে মানবীর স্বপ্ন দেখেনা এটা ঠিক নয়। বরং ভালো ছেলে ভালো মানবীর স্বপ্ন দেখে। তুমি যদি তার সাথে মেশতে তবে দেখতে তার ভেতরে একটা সবুজ উপত্যকা রয়েছে যেখানে কর্ণফুলির মতো অবিকল একটি নদী বহমান। আর তার চিন্তা চেতনায় জুড়ে ছিলো স্বদেশের প্রতি অকৃতৃম ভালবাসা। একটি শান্তি পূর্ণ পৃথিবী গড়ার দুরন্ত সাহস।

সে হয়তো তোমার বন্ধুই ছিলো... ওরা তোমাকে এমন ভাবে বুঝিয়েছে যে সে সত্যিই তোমার শত্রু। কিন্তু বন্ধু তুমি কেনো ইতিহাসে একজন কলংকিত মানুষ হয়ে বইয়ে বেড়াবে তোমার উর্ধতনদের উপর বর্ষিত অভিশাপ?? তোমার নিজের ওতো ভাবার মত একটি মন আছে। ভালো মন্দের পরিমাপ করার মত আছে একটি বিবেক। আগামী খুনের আগে দয়াকরে একবার ভেবে দেখবে... কাকে খুন করতে যাচ্ছো?? শত্রুকে?? নাকি বন্ধুকে??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।