আমাদের কথা খুঁজে নিন

   

গুগল এডসেন্স - ইন্টারনেট থেকে আয় করার উপায় জানার উপায়

খুব সাধারন থাকতে চাই কারন ওটাই আমার জাত, কিন্তু মানুষের চাওয়ায় মানুষকে বদলাতে হয়। হয়ত আমিও বদলে যাব...

গুগল এডসেন্স গুগলের একটি এডভার্টাইজিং সেবা যার মাধ্যমে আপনিও ইন্টারনেট এডভার্টাইজিং এর সুবিধা নিতে পারেন। তবে এই সার্ভিস নেয়ার আগে আনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে; হতে পারে একটি ব্লগ, স্ট্যাটিক সাইট, নিউজ সাইট, রিভউ সাইট তার বিষয় হতে পারে বিনোদন, তথ্য-সংবাদ আথবা গুগল এডসেন্স এমনকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। মোট কথা আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে যেটার বিষয়বস্তু গুগল এডসেন্সের প্রোগ্রাম পলিসির সাথে খাপ খাবে। এডসেন্স ব্যবহার করে সফলতা পেতে হলে এসইও বিষয়ে খেয়াল করতে হবে সবচেয়ে বেশি।

আপনি যদি সত্যিই শিখতে চান কিভাবে আপনার সাইটটিকে কোন এক বা একাধিক কীওয়ার্ড বা বিষয়ের জন্য গুগল সার্চ রেজাল্ট পেজের প্রথম অবস্থানে দেখা যাবে তাহলে আমি আপনাকে একটি বুদ্ধি দিতে পারি তা হল আপনাকে প্রথমেই বিষয়টি শিখতে হবে। এজন্য বাংলায় সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল জিন্নাত উল হাসান ভাইয়ের ব্লগসাইট । জনাব হাসান এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যার মূল প্রতিপাদ্য গুগল এডসেন্স। সহজ ভাষায় লেখা বাংলা ব্লগটির শুরুতেই রয়েছে জনাব হাসান এর সংক্ষিপ্ত পরিচিতি এবং তার এই ব্লগটি তৈরির উদ্দেশ্য। তার ভাষায় "বাংলা ভাষায় এডসেন্স, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেট থেকে আয়ের কৌশল বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া।

" অত্যন্ত সাদাসিধে কিন্তু শক্তিশালী থিসিস থিম ব্যবহার করা হয়েছে এই সাইটে যার ফলে সাইট লোড হয় দ্রুত যা বাংলাদেশের ধীরগতির ইন্টারনেট সেবার দিকে লক্ষ রেখেই যুক্তিযুক্তভাবে ব্যবহৃত হয়েছে। এই ব্লগটি আপনাকে গুগল এডসেন্স এবং এসইও সম্পর্কে জানতে অনেক সাহায্য করবে। উনি লন্ডন প্রবাসী কয়েকবছর ধরে, একরকম নিজের চেষ্টায় ও আগ্রহে শিখেছেন ইন্টারনেটে অর্থ আয় করার কৌশল। এবার সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমাদের বিষয়টি শিক্ষার জন্য এই ওয়েবসাইটটি পরিচালনা করছেন। এই ব্লগের অন্যতম আকর্ষনীয় দিক হল এর পাঠক যারা অত্যন্ত কর্মচঞ্চল যার ফলে তারা একে অন্যের সাথে এক আন্তরিক সম্পর্ক তৈরী করে ফেলেন মন্তব্য করার মাধ্যমে।

এর প্রমাণ আমরা দেখতে পাই তার ব্লগের ৭৫+ মন্তব্যের পোষ্টগুলোতে। পাঠকরা এতটাই একটিভ এবং অংশগ্রহণ করতে চায় যে, তাদের জন্য অতিথি পোষ্ট সুবিধা চালু করতে হয়েছে এবং ইতিমধ্যেই কয়েকজন অতিথি লেখক ভাল কয়েকটি লেখা প্রকাশ করেছেন। শুরু থেকেই তিনি নতুন নতুন সব বিষয় নিয়ে লেখা লিখেছেন যত্ন সহকারে। তার সরল প্রাঞ্জল ভাষায় ইন্টারনেট মার্কেটিং-এর প্রতিটি বিষয় পরিষ্কার হয়ে যায় অভিজ্ঞ এমনকি নতুন পাঠকদের কাছে। কখনো কখনো প্রতিযোগিতারও আয়োজন থাকে এখানে।

অন্য একটি বিষয় যা আমাদের সবাইকে অনেক আনন্দ দেয় এবং মূল বিষয়ের বাইরের কিছু জানার সুযোগ করে দেয় "অফটপিক"। এই জনপ্রিয় সেকশনে পাঠকরা তাদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলাচনা করে ও কোন মজার অভিজ্ঞতা শেয়ার করে যা পোষ্টের সাথে যায়না। মাঝে মাঝে ফান পোষ্ট অনেক আনন্দের খোরাক যোগায় ও নতুন মজাদার তথ্যের সন্ধান দেয়। গুগল এডসেন্স বর্তমানে অনলাইনে অর্থ উপার্জনের একটি নির্ভরযোগ্য ও বহুল প্রচলিত মাধ্যম। আপনিও আসুন হাসান ভাইয়ের ওয়েবসাইট দেখুন আর জানুন ইন্টারনেট মার্কেটিং এর রহস্য আর অর্থপূর্ণ করে তুলুন ইন্টারনেটে আপনার ব্যয়িত সময়কে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.