আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ আমদানীর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক শুরু

bd

ভারত থেকে বিদ্যুৎ আমদানীর বিষয়ে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। ঢাকা শেরাটন হোটেলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংক্রান্ত স্টেয়ারিং কমিটির বৈঠক হয়। বাংলাদেশের বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ ও ভারতের বিদ্যুৎ সচিব এইচ এস ব্রক্ষ্রার নেতৃত্বে দুদেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন । এসময় কুমিল্লা ও ভেড়ামারা সীমান্ত দিয়ে ২০ মাসের মধ্যে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর বিভিন্ন প্রক্রিয়া ছাড়াও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এলএনজি বিষয়ে আলোচনা হয়েছে । বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয় ছাড়াও পররাষ্ট্র, বাণিজ্য, ইআরডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন । বিকেল ৩টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসে যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের অগ্রগতি জানাবেন দ’ুদেশের সচিব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.