আমাদের কথা খুঁজে নিন

   

ওদিকে যাবেন না



ওদিকে যাবেন না আজম মাহমুদ ওখানে টর্চের আলো ফেলবেন না প্লিজ... ওখানে যুব সমাজের অগ্নিজলসা বসেছে এই রাতে। প্রেমিকা হারানোর নীল ব্যথা, চাকুরী খুঁজে ফেরা সবুজ কষ্ট, না পাওয়া আর বিশ্বাসহীন সমাজের গাঢ় বেদনা-ওরা জলন্ত আগুনে বিসর্জন দিচ্ছে এক সাথে বসে, প্লিজ; ওদিকে এগুবেন না। ওদের মাথায় রক্ত আজ দেশের অসহায়ত্বে-মানুষের অনাহার কিষ্ট চিৎকারে। ওরা আজ ধ্বংস হতে চায় রঙ্গীন ষড়যন্ত্রে-নেশার সর্বোচ্চ আলো- আধারির দরজায় আছাড় খেয়ে খেয়ে... কিছু করার প্রয়োজন মনে হলে যদি পারেন দেশের জন্য ‘সেইখানে’ গিয়ে কিছু করুন। প্লিজ ওদিকে যাবেন না- কেবল ধরিয়েছে মাথা এখনও বেশ গরম, খবরদার! ওদিকে যাবেন না ভুলে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.