আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারণ এক টিভি সিরিজঃ Avatar: The Last Airbender

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
লর্ড অব দ্যা রিংস এর মত ফ্যান্টাসি কাহিনী নিয়ে তৈরি ২০০৫ এর দূর্দান্ত এক টিভি সিরিজ Avatar: The Last Airbender ...চাইনিজ এবং জাপানিজ কালচারের ভাবার্দশে এক ভিন্ন পৃথিবীর গল্প এটি...যেখানে মানুষ চারটি জাতিতে বিভক্ত: Water Tribes, Earth Kingdom, Air Nomads, এবং Fire Nation। এই প্রত্যেক জাতির মধ্যেই আছে "বেন্ডার" যারা স্ব-স্ব জাতির এলিমেন্টকে ইচ্ছা মত নিয়ন্ত্রণ করতে পারে...এই চার ধরণের বেন্ডিং এর নামহলো: Waterbending, Earthbending, Firebending, এবং Airbending..... এভাটার হলো সে, যার মধ্যে যার ধরণের বেন্ডিংয়েরই ক্ষমতা আছে...সিরিজের শুরুর পর্বের কাহিনীর সময়কার ১০০ বছর আগে শেষ এভাটার পৃথিবী ছেড়ে চলে গেছে...পৃথিবীতে রাজত্ব করছে ফায়ার নেশন...তারা খুজে খুজে অন্য সব নেশনের বেন্ডারের হত্যা করছে....এই সময়ে খোজ পাওয়া যায় ১২ বছরের বালক এভাটার আঙ....যে হচ্ছে শেষ জীবিত এয়ারবেন্ডার.... সিরিজটিতে কিভাবে আঙ অন্য বেন্ডিংয়ের দক্ষতা অর্জন করে...কিভাবে তার এই পরিক্রমা শেষ হয়..কিভাবে সে ফায়ার লর্ড ওজাই সাথে যুদ্ধ করে জয়ী হয়...এই নিয়ে কাহিনী এগিয়েছে.... সিরিজের তিন প্রধান চরিত্র: আঙ, কাতানা এবং জুকো সিরিজটি শুরু করলে শেষ না করার কোনই উপায় নেই...আমি টানা তিনদিন দেখে শেষ করেছিলাম....সবগুলো পর্ব পাওয়া যাবে এখানে অথবা স্টেজভ্যু থেকে খুজে নিতে হবে...ইউটিউবেও পাওয়া যাবে কিছু পর্ব... ট্রেইলারঃ মূল ট্রেইলারটি ইউটিউবে বহু ঘাটাঘাটি করেও পাইনি এই সামারে এই সিরিজের কাহিনী নিয়ে মুভি The Last Airbender মুভিটি নিয়ে ইতিমধ্যেই বির্তকের ঝড় উঠেছে সব এশিয়ান চরিত্রে সাদাদের দিয়ে অভিনয় করানো নিয়ে.... সেটার দুটো ট্রেইলারঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।