আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরের অসামাজিক মানুষেরা!



তোমরা তোমাদের বিবেক বিক্রি করেছো কবে মনে আছে? তোমরা সাধারনের টাকা মেরে অসাধারন হয়ে উঠেছো- পোড়া, থেৎলে যাওয়া লাশের উপর দিয়ে নির্দ্বিধায় চালিয়ে দিচ্ছো পাজেরো- ঘুষকে বানিয়ে ফেলেছো সিস্টেমের অংশ, হাত পেতে নিচ্ছ না কাঁপা হাতে; সব দেখে না দেখের ভান করে অন্যায় থেকে সুযোগও নিচ্ছ তুমি। তোমরা নিরাপরাধ লোককে বন্দী করছো মৃত্যুর অন্ধকারে; বাসভর্তি লোকের মধ্যে আনন্দে ছুঁড়ে দিচ্ছ পেট্রল বোমা, গান পাউডার। তোমরা খাবারে ভেজাল মেশাচ্ছ, বিষকে অমৃত করছো সুন্দর বিজ্ঞাপণে তোমরা খুন করলে খুনী, ঘুষ খেলে দূর্নীতিবাজ, ধর্ষন করলে ধর্ষক, ব্যভিচার করলে লম্পট, মানুষ পোড়ালে নিবেদিত আজ্ঞাঁবহ কর্মী, কথা না রাখলে রাজনীতিবিদ। শুধু ওরা একাই অসামাজিক! দিনে রাতে যারা মিটিয়ে চলেছে তোমার মাংসের ক্ষুধা; যে মাংসে ভেজাল নেই, ফরমালিন নেই, ওজনে ফাঁকি নেই সে মাংসের কোন ঝাঁ চকচকে বিলবোর্ড নেই বড় রাস্তার মোড়ে; যে মাংস সময় বিক্রি করে; মিথ্যে ভালোবাসার প্রলোভন দেখায় না- যে বাজারে সে বিকোয়, তুমি-তোমরা বা সম্মানিত আপনারা সেখানে ক্রেতা। তবু তারাই শুধু অসামাজিক। তাদের পাড়া অসামাজিক, কাজ অসামাজিক নিজের সন্তানের প্রতি মাতৃস্নেহ অসামাজিক তাদের মৃতদেহ সৎকার অযোগ্য কোনভাবে লুকিয়ে ফেলার জিনিস হয়তো তাদের ঈশ্বরও অসামাজিক। শুধু তোমরাই সামাজিক, সমাজের সংজ্ঞা তোমার কলমের খোঁচায়, টকশোর ঝড়ে, ধর্মের বইয়ে। মাদারীপুরের অসামাজিক মানুষ- সমাজ মানে নিরাপত্তাহীনতা, সমাজ মানে জবর-দখল, সমাজ মানে মাংসের বাজারে চলা রাতভর নিগ্রহ সমাজ মানে মাংস কেনা, বেচা নয়! সমাজ মানে শুধু তোমাদের বাদ দিয়ে খুব সুন্দর একটা সিস্টেম।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।