আমাদের কথা খুঁজে নিন

   

বিমুগ্ধ সোডিয়াম বাতির পাশে

আমার ভিতর আরেক আমি

বিমুগ্ধ সোডিয়াম বাতির পাশে চমকানো চোখ, বুজে যায় এক সময় মনে হয় ভোর হলো নির্লজ্জ রাতের। ফিরবো বলে পথে কতক্ষণ হাটলে ফেরা হয় জানি নে- হয়তো ফুল গুলো সব ধ্রুব কিংবা ঝরে শুকিয়ে হয়ে গেছে কঙ্কাল। ফিরবো জানি- ফেরার পথেই হাটছি,বহুপথ বন্ধুর ঘাসফুল জঙ্গল,কান্তিহীন নির্ঘুম জোনাকি পোকার মতোই। হয়তো দু’একটা গাঙচিল জানাবে অভ্যর্থনা কিংবা কোকিল উড়ে যাবে কাঁঠাল পাতায়, নির্বোধ একা হেটে কতক্ষণ পৌছে যাবো ফেরার ভিতর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।