আমাদের কথা খুঁজে নিন

   

দিবালিপি : ফেব্রুয়ারি ১৮,২০১০



বাজে একটা সপ্তাহ কাটিয়ে ব্লগ লিখতে বসেছি। বাসায় বসে থাকতে থাকতে ক্লান্ত। অনেকদিন ধরে ভাইয়ার সাথে কথা হচ্ছে না। বেচারা আমার সাথে ঝগড়া করেছে। ও তো আর সরি বলবে না,আমাকেই বলতে হবে।

ভালো মেয়েদের যন্ত্রণা ...এই আর কি !!! ভালো কিছু মুভি দেখেছি এই কয়েকদিন। লিস্টি দেই :: 1.the shawshank redemption 2.the invention of lying 3.thank you for smoking 4.avatar 5.500 days of summer 6.valentines day (এখনো দেখছি..) প্রথম মুভিটি এক কথায় অসাধারণ। তৃতীয় বার দেখার পর কাহিনি বুঝতে পেরেছি এবং চতুর্থবারের সময় মুভির শৈল্পিক দিকটা ধরতে পেরেছি। তবু সুযোগ পেলে আবার দেখব। এইরকম মুভি শতবার দেখলেও ক্লান্তি আসে না।

২ ও ৩ নম্বর কমেডি টাইপ। ভালই ...Avatar সম্পর্কে আর কি বলবো?দক্ষ এবং অভিজ্ঞ পরিচালক..মুভি ভালো হতে বাধ্য। এইবার আসি ৫ নম্বর প্রসঙ্গ। আমার প্রিয় একজন মানুষের প্রিয় মুভি। তাই অনেক আগ্রহ নিয়ে দেখতে বসেছিলাম।

আমার প্রত্যাশা মনে হয় একটু বেশি ই ছিল। সেই তুলনায় অতটা ভাল লাগে নাই। মেকিং এ একটু সমস্যা আছে (ব্যাক্তিগত অভিমত)। আর valentine’s day তো ইউ.এস. টপ চার্টে শীর্ষে। pause দিয়ে ব্লগ লিখছি।

দেখলাম অনেক তারকার সমাহার। ভালোই হবে মনে হয়। মাসুদ কে ধন্যবাদ কিছু ভাল মুভির নাম suggest করার জন্য.. রেডিও ম্যানিয়া ছিল আগে। ইদানিং আবার অনলাইনে রেডিও শুনছি। ভালোই লাগে।

একটা নতুন জিনিস খেয়াল করলাম। আগে রেডিও জকিদের বড় মনে হত। আর এখন মনে হয় ..এইগুলা ত আজকালকার বাচ্চা..তাই এত লাফায়.. কবে একটা সবুজের ভুবনে যেতে পারব? কবে হবে দেখা স্বপ্নের রাজকুমারীর সাথে যে কিনা সোনার কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে দিবে?ওগো ক্লান্তি, আমায় ক্ষমা করো.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.