আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের আগাচৌ: জন্মই ছিল যাদের আজন্ম পাপ

ফেসবুক আইডি:নাই

শেষ পর্যন্ত নামটা পাল্টে গেছে । আমি কখনও ই তাকে ঐ নামে ডাকতাম না। বলতাম ভিক্ষুক । আমার বলার যুক্তি আছে। আপনারা যারা ঢাকা কিংবা লন্ডন কিংবা নিউইয়র্ক রেলস্টেশনে টিকিট/লাগেজ নিয়ে ভ্রমণ করেছেন , তারা জানেন কমলাপুর রেলস্টেশনে ভিক্ষুকের ছড়াছড়ি থাকলেও লন্ডনে এদেরকে আগাচৌ বা নিউইয়র্কে এদেরকে বেগার নামে অভিহিত করা হতো।

এরা কোকের ক্যান নিয়ে গিটার বাজিয়ে লোকজনদের কাছে থেকে পেনি-পেন্স খয়রাত করতো। কিন্তু ভালো করলে দেখলে বোঝা যেত আগাচৌ/বেগার/ভিক্ষুক সবারই চরিত্র একইরকম। আগাচৌ এখন জয়নাল হাজারীর পদলেহনে ব্যস্ত। বাৎসরিক ভাতা দিয়ে লন্ডনে দিন গুজরান কষ্টকর হয়ে যাচ্ছে দূমূল্যের বাজারে। ব্লগের ভিক্ষুকদেরও একই দশা।

১/১১ এর সঙ্গমের অবৈধ ফসলের সরকারী সুযোগ-সুবিধার আশায় দিন রাত সরকার তোষণে ব্যস্ত এরা। এইসব আগাচৌদের জন্মই আজন্ম পাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.